শীতের প্রকোপের অবসানের পরে,
চিরযৌবনা বসন্ত এসে গেলো,
বৃক্ষরাজিতে আজ পুষ্পের মেলা বসেছে ,
আঁচলে মুখ লুকিয়ে।
তুমিও এসো…
দূর্বাদলের বুক মাড়িয়ে এসো-
প্রতি ভোরে তোমার চুলে গুজে দিবো ফুল,
মিছে বাহানায় হাত ধরার গল্প সাজাবো।
তোমার স্পর্শ ফেলে কবি সত্তা জাগ্রত হবে,
কতক কথা কিংবা বুনো শব্দ চয়নে,
তোমার প্রতি প্রেম নিবেদনে,
আমি প্রেমিক হয়ে উঠবো।
বসন্ত এসে গেলো-
এখন শুধু তোমার জন্য অপেক্ষার পালা,
বৃক্ষরাজিতে মায়ার ভূষণে পুষ্প কন্যারা,
তোমার পথ চেয়ে আছে।
আর শুনো না,
তুমি আসলে-
হারিয়ে যাবো ঐ বহুদূরে,
বসন্ত দূতের আগমনী গানের সুর ধরে,
যেথা তুমি আমিতে আমরা হবো।
জানো,
তুমি আসলেই,
দূর্বাদল শুভানুষ্ঠান করে আহ্বান করবে,
আমরা যেন এক সত্তায় মিলি।
তবুও,
যদি ভয় হয়,হাত শক্ত করে ধরবে,
সহস্র বসন্ত কাটানোর শপথ করবো-
ভালোবাসি বলবো বহুবার।
শেষ নিবেদন,
এই বসন্তের রঙে রাঙাতে জীবন,
তুমি আসো,
একবার এসো-
নতুন জীবনের গল্প শুনাবো তখন।
loading...
loading...
চিরযৌবনা বসন্ত এসে গেলো,
বৃক্ষরাজিতে আজ পুষ্পের মেলা বসেছে ,
আঁচলে মুখ লুকিয়ে।
তুমিও এসো…
loading...
ধন্যবাদ ভাই।
loading...
চমৎকার। ভীষণ সুন্দর লিখেছেন ।
loading...
ধন্যবাদ ভাই।
loading...