ঘূর্ণাক্ষরে
ঘোরাচ্ছ কবেকার পুরনো ঘোরে
প্রথম দেখা স্বপ্ন…
অমোঘ তৃষ্ণা
রাতের দুর্গম পারাপারে
তন্দ্রাচ্ছন্ন ভোরে …
ঘোরাচ্ছ
চক্রাকারে …বসন্ত হতে শীতে
গদ্য হতে পদ্যে.. অক্ষরে অক্ষরে
মোক্ষ দেখে নাড়ছো কলকাঠি
সুক্ষ্মহস্তে
আঁকছো নীলনকশা অনীল অন্ধকারে !…
ঘুরছি আমিও
প্রমত্ত শব্দের মোহে বাক্যের অনস্ফুরিত স্মরে,
শুভদৃষ্টির কামনায়
প্রস্ফুটিত নন্দনের বাসনায়!..
ঘূর্ণাক্ষরেও ভুলছি না আমি বিপন্ন সবুজের কান্না
বৃক্ষের স্পন্দিত মন…
যেমন ঘোরে ঘোরাও তুমি
মর্ত্য চারণে আমি ঠিকই পৌঁছে যাবো
যেখানে
প্রজাতিরা বুনেছে সমুজ্জ্বল ভোর, স্বর্গ তোরণ!…
ঘূর্ণাক্ষর // দাউদুল ইসলাম
১/২/২২
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনবদ্য, নান্দনিক সৃজন । শুভ কামনা আপনার জন্য।
loading...
ঘুরছি আমিও
প্রমত্ত শব্দের মোহে বাক্যের অনস্ফুরিত স্মরে,
শুভদৃষ্টির কামনায়
প্রস্ফুটিত নন্দনের বাসনায়!
loading...