হে বন্ধু ... হে পথিক!

কখনোকি জীবনের লাভ-ক্ষতি
খুঁজেছ পথিক!
যদি খুঁজে ফিরতে
তাহলে অবশ্যই জানা হতো
কি করা দরকার আর কি না করা উচিত!

কখনো কি ব্যথা ভেঙ্গে
পাহাড়ে উঠেছ পথিক?
আমি যতবারই উঠেছি
ততোবারই জীবনের বেতাল
সে পথ সংকুচিত হয়েছে।

কিছুটা ভুল আমারও ছিল,
কিছুটা ভুল তোমারও ছিল।
তুমি হয়তো তা স্বীকার করো না।
তবে, যদি কোনদিন বিবেকের সাথে
বোঝাপড়া করে বসে পড়ো
লাভ-ক্ষতির হিসাব টা পেয়ে যাবে
ভুলটা কোথায় কিভাবে হয়েছিল।

আমরা নিজেরা নিজেদেরকে
চিনতে পারিনা বলেই হয়তো অস্তিত্বের
রেখায় জীবনের পটভূমিকা বদলায়।
অতোটা সহজে বিদ্রোহী হইওনা
বিদ্রোহী হওয়ার কিছু নিয়ম থাকে,
নীতি থাকে পরিবেশ-পরিস্থিতি থাকে
এটা হয়তো ভুলে যাও সবাই;

আজ নিজেকে কিছুটা বিদ্রোহী লাগছে
অন্তরের গোপন কুঠিরে
জীবনের এই পথে এসে
আজ বড্ড ক্লান্ত,জরাগ্রস্ত, বড্ড অসহায়।

এজন্যই হয়তো নিজেকে
কিছুটা অনিয়ন্ত্রিত লাগছে
কোন কিছু নিয়ে অনুতপ্ত হওয়া
অনুভূতি শূন্য হওয়া…

সময়ের সেই সংকোচিত অন্ধকার
যখন মানুষকে গ্রাস করে, চতুর্দিক থেকে
তখন আলোর রেখাগুলো কোনভাবেই
চোখকে উজ্জ্বল করতে পারেনা;
আলোকিত করতে পারে না।
আর সৌন্দর্যের উপমায় ভরে দিতে
পারেনা অন্তঃসারশূন্য অস্তিত্বের কলরব।

এটা হয়ত তোমরা জানো না।
শয়তান আমাদের থেকে ভুল করিয়ে নেয়!
এটা নিতান্তই নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয়;

আসলে আমরা আমাদের হতাশা
আমাদের লোভ, লালসা, এমনকি
প্রত্যাশার বিপরীতে কিছু পেলেই
নিজেরা হয়ে যাই বেপরোয়া
নিজেরা হয়ে যাই মানুষ থেকে শয়তান।

তোমরা বুঝতে চাওনা
শয়তান একটি রূপক শব্দ।
যে কিনা নিজের ভেতরেই বিদ্যমান।
নিজের অন্তর, নিজের অস্তিত্ব, নিজের কর্ম
এমন কী নিজের খামখেয়ালীপনাই এর জন্য দায়ী।

আর সময় যখন ভুলকে ধরিয়ে দেয়
তখন নিজেদের অপরাধটা চাপিয়ে দিই
শয়তানের ঘাড়ে’ (!)
এদিকে (!) শয়তানরা ব্যাটা বড্ড অসহায়।
আসলে মানুষের চেয়ে বড় শয়তান কে হতে পারে?

আর এটাই সেই সুযোগ,
নিজেকে বাঁচিয়ে দেওয়ার এর চেয়ে
ভাল সুযোগ আর কি হতে পারে।
যা কিনা একজন অপদার্থ বিবেক
বুদ্ধিহীন মানুষকে বদলে দেয়ার জন্য যথেষ্ট।

অন্তরে যদি বিভেদ থাকে
অন্তর যদি কলুষিত থাকে তবে সেই অন্তর
তবে সেই বিবেককে
অতঃপর সেই হৃদয়কে নিয়ন্ত্রনহীন
রাখার জন্য সেই মানুষটাই একমাত্র দায়ী।

হে মানুষ তোমার কি প্রয়োজন?
সেটা তুমি নিজেই জানো না।
তুমি কি বুঝতে পারছো
এই না-জানার জন্যই অন্তরের খেয়ালী শয়তান
আমাদের থেকে ভুল করিয়ে নেয়।

তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো,
কেউ কারো পিছে না লাগলে
কোনদিনও তার পিছে অন্য কেউ লাগে না।
আমরা যখন সে বিষয়টা অন্যের কাছে আড়াল করতে যাই
তখনই শুরু হয় তার প্রতিক্রিয়া।

এটাই জীবন;
জীবন যখন খামখেয়ালিতে পরিপূর্ণ
হঠকারিতায় পরিপূর্ণ, উশৃংখলতায় পরিপূর্ণ
তবে জেনে রেখো সে জীবন
অপরাধের বোঝা বহন করতে, করতে
কোন একটা সময় হঠাৎ করে ধুলিস্যাৎ হয়
যার কোন অস্তিত্ব থাকে না, চিহ্ন থাকে না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
হে বন্ধু ... হে পথিক!, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০১-২০২২ | ১৯:৩৪ |

    তোমরা বুঝতে চাওনা
    শয়তান একটি রূপক শব্দ।
    যে কিনা নিজের ভেতরেই বিদ্যমান।
    নিজের অন্তর, নিজের অস্তিত্ব, নিজের কর্ম
    এমন কী নিজের খামখেয়ালীপনাই এর জন্য দায়ী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...