একটি বস্তুবাদী কবিতা

26688

১.
মৃন্ময়ী, এইযে শুনছো কি
দ্বৈতনীতি ছেড়ে বেরিয়ে আসো
মুখোশের আড়াল থেকে।

এখানে রয়েছে খোলা মাঠ
সবুজে ভরা বিচিত্রতার রঙ্গিন সাজ
এখানে হৃদয় ছোঁয়ার প্রয়োজন নেই
ছুঁয়ে যাবে সবুজ প্রকৃতি বটবৃক্ষ আরো কত কি?

এই সবতো, তোমার প্রয়োজন নেই
এসব তো শুধু অপ্রয়োজনীয়’ বাচনভঙ্গি
এসব শিল্পের নগরী প্রয়োজন শিল্পীর জন্য

তাহলে শোনো…
২.
আমার ভেতরের অনুভূতি, তুমি বুঝবে না;
তুমি বুঝবে তোমার প্রয়োজন
অন্যথায় সবকিছু গুরুত্বহীন।

আমার নীরবতা তোমার হৃদয় ছোঁবে না
ছুঁয়ে যাবে তোমার যত অচ্ছুত আবদার।

আমাদের পথের দূরত্বটা
তৈরি হয়েছে শুধু, বিশ্বাসহীনতার জন্য।

আমরা আমাদের সম্মানের জায়গাটা
হৃদয়ে ধারণ করতে পারিনি বলেই
থেকে গেছে দূর থেকে দূর।

আমার কোনো প্রাপ্তি নেই,
অপ্রাপ্তির মধ্যে রয়েছে সম্পর্ক
নামক বন্ধনের অদূরদর্শিতা।
যা পরিমাপ করলে বোঝা যায়।

কারও অর্থ পিপাসু মন, যখন সম্পর্কের
অটল ধাঁধায় জাল বিছিয়ে দেয়
সেখানে তখন শুধুই দেখা যায় প্রয়োজন।

প্রয়োজনের এই অন্ধ নৃশংসতা
সম্পর্ককে ভেঙে দেয় মাঝপথে।
যা গড়ার আগেই ভেঙে চৌচির হয়ে যায়।

যেখানে ভালোবাসার বদলে রয়েছে লোভ
যেখানে আবেগের বদলে, রয়েছে রাগ।
যেখানে স্নেহের বদলে করুণা,
ভালোবাসার বদলে রয়েছে ঘৃণা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
একটি বস্তুবাদী কবিতা, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ২০-১২-২০২১ | ৯:৫০ |

    বেশ আবেগময় প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২০-১২-২০২১ | ১৭:২৯ |

    আমার ভেতরের অনুভূতি, তুমি বুঝবে না;
    তুমি বুঝবে তোমার প্রয়োজন
    অন্যথায় সবকিছু গুরুত্বহীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২১-১২-২০২১ | ০:৫৯ |

    সুপাঠ্য ।

    GD Star Rating
    loading...