কাণ্ডজ্ঞান
– জাহাঙ্গীর আলম অপূর্ব
মালঝাঁপ কাব্য ৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ
নীতি নিত্তে মম চিত্তে পরে বিত্তে গর্বে
শুধু করে পরে তরে মন ভরে খর্বে।
করে দাঙ্গা চলে হাঙ্গা মন চাঙ্গা করে
জেব ফাঁকা পরে টাকা চলে ঢাকা তরে।
মস্ত আলো প্রাণ কালো লাগে ভালো তার
করে খুন বহু গুণ দেখে মনু আর।
বসে হাসে নাহি আসে বুক ভাসে কত
পরে ধনে প্রতিক্ষণে ধনী মনে শত।
করে চুরি মোটা ভুরি আছে ছুরি হাতে
হাতে কাজ নাহি লাজ টাকা ভাজ রাতে।
যায় প্রাণ গাহে গান গুরু মানে সবে
দুষ্ট সনে মিষ্টি ক্ষণে নিজে জনে তবে।
লুট করে জেব ভরে নিজে তরে ভাই
ন্যায় নীতি গল্পে রীতি মনে ভীতি তাই।
ঠকবাজ লুঘু কাজ নাহি লাজ লোকে
প্রাণ তরী হাতে ঘড়ি স্বর্ণ ভরি থোকে।
কত কষ্ট প্রাণ নষ্ট পথ ভৃষ্ট আমি
নাহি চলে যেতে বলে আখি জলে ভূমি।
শুদ্ধ পথে প্রাণ রথে চলা মথে থাকা
ভালো দৃষ্টি শুভ সৃষ্টি নিজে কৃষ্টি রাখা
রচনাকালঃ
৩০/০৭/২০২১
——————————-
দুর্দিন
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
খেটে খাওয়া মানুষ গুলো
মুখে তাদের উড়ছে ধূলো
চুকছে পেটের ঋণে,
রোদ বৃষ্টিতে নিত্য পোড়া
মাইনের জন্য পিছু ঘোরা
নিত্য নতুন দিনে।
দিনটা চলে এরূপ করে
শান্তি নাহি আসে ঘরে
খাদ্য চাই যে ছেলে,
সুখের উল্লাস নেই তো কভু
লেগে আছেন দুঃখ তবু
সুখ নাহি তো মেলে।
সংসারের হাল ধরার তরে
খেটে খেটে জীবন ভরে
ভালো থাকার জন্য,
কষ্ট করে গরীব মানুষ
মালিক শ্রেণি ছড়ায় ফানুস
স্ব কে ভাবে ধন্য।
শ্রমে শ্রমে জীবন খানি
শক্ত হয়তো সবাই জানি
অবিশ্রান্ত ঘাম,
কষ্ট নাহি মনে আসে
সুখে দুখে সবাই ভাসে
জীবন এরই নাম।
রচনাকালঃ
৩১/০৭/২০২১
loading...
loading...
জোড়া কবিতা পড়লাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। প্রাণঢালা শুভেচ্ছা জানবেন।
loading...
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয় কবি।
loading...