ধোঁকা
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
চলে গেলো সেই পাখিটা
দিয়ে আমায় ধোঁকা,
আমায় সেযে ভেবে ছিলো
ভীষণ ভীষণ বোকা।
ভালোবাসা ছিলো আমার
এই না হৃদয় ভরা,
সেই কথাতে অঝোর চোখে
বৃষ্টিবিহীন খরা।
কি দোষ ছিলো প্রিয়া আমার
বলে যাবে তুমি,
দিবানিশি সদা প্রিয়া
তোমায় আমি চুমি।
হৃদয় পুরে ঘোরাঘুরি
তোমার পায়ের শব্দ,
সেই শব্দটা শুনে শুনে
কেটে যাবে অব্দ।
হবে না আর বলা প্রিয়া
মনে কোনো ভাষা,
আজও পথটা চেয়ে আছি
আসবে সেই তো আশা।
রচনাকালঃ
৩০/০৭/২০২১
————————————
প্রেমের আগুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২
প্রেমের আগুন যার মনেতে
অল্প অল্প জ্বলে,
সেজন সফল মানব কূলে
এই না ধরার তলে।
জীবে সেবা যেজন করে
মুক্ত মনে মনে,
সতত ভাবে সে সব কথা
নিত্য ক্ষণে ক্ষণে।
ভালোবেসে ধরা বুকে
বিভোর থাকে তবে,
ক্যামন করে করবে সেবা
এই না নিখিল ভবে।
যুগল বন্দী জীবন মুখে
জীবে সেবায় সুখী,
সেবায় ব্যর্থ সেজন হলো
ধরা বুকে দুখী।
জীবে সেবা পরম ধর্ম
করে যেজন সেবা,
সেবা করে সুখে কাটুক
দুঃখ চাইবে কেবা।
রচনাকালঃ
৩০/০৭/২০২১
loading...
loading...
শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ হোক দিন।
loading...
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
loading...