রোদের ছায়া ঢালাই প্লামে সাদা-কালো ধোঁয়া ছেড়ে
দূরে যায় স্টিম ট্রেন স্টিলের সমান্তরাল
ট্রেইলের উপর দিয়ে।
আহত রোগীর মত ঘন নিশ্বাস দীর্ঘশ্বাস
হয়ে বাজে পাফিং কাপিং শব্দে।
ধোঁয়ারা সব বাতাসে মিশে হারিয়ে যায় দূরে।
মেঘ হয়ে ভাসে আকাশে – জমিয়ে রাখে জল।
তারপর বুকের ভেতর হাওয়া আসে বৃষ্টি নিয়ে
ঘাসফুল আর পাহাড় নদী ভাসিয়ে।
কোথাও ছায়া নামে, কেউ কাছে ডাকে
মোহন বাঁশির সুরে, কেউ দূরে যায় বিবাগী বিরহে।
কেউ জানলায় হাত রাখে, কেউ আড় চোখে তাকাই
ইশারায় ডাকে ভালোবেসে, নগ্ন হাত বৃষ্টিতে ভিজে, আবার ডাকে, ফের চলে যায়।
তখন মনে হয় সেই এক জোড়া চোখ
হ্যাঁ – সেই চোখের চাহনি যেন চলে যাচ্ছে দূরে।
কতকাল কতরাত কত দিবস যামিনী ছিলাম
যার অপেক্ষায় সে আজ অতীতের খাতায়।
হিসেবে ব্যাপক গড়মিল হিসাব। যার যোগফল শূন্য।
এতদিন যে বুকে জমানো ছিল নিখাদ ভালোবাসা
আজ তাই হল নিঃশেষ, বিলীন হল বর্ণহীন প্রেম।
দুঃখ গুলো আজ পাহাড় হল – ঠিকানা বিহীন
স্টিম ট্টেনের ধোঁয়া আজ জল হল – মেঘ বিহীন
চলে যাওয়া পথ চেয়ে মন আজ পাথর হল
তোমাকে কাছে না পেয়ে।
তারপরও
এই যে কত্ত স্টিম ট্রেন চলে যাচ্ছে ঘাসেদের শরীর ঘেঁষে
শহর বন্দর, নদী পাহাড় পেরিয়ে আঁকাবাঁকা পথে।
অথচ,
সেই পথে এখনো চেয়ে থাকে ঐ এক জোড়া চোখ
হ্যাঁ সেই এক জোড়া চোখ – চেয়ে থাকে চোখের চাহনি।
loading...
loading...
চমৎকার একটি প্রচ্ছদের সাথে অসামান্য একটি কবিতা উপহার দিয়েছেন।
অভিনন্দন প্রিয় কবি পথিক সুজন। শুভ হোক দিন।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয়
loading...
খুব সুন্দর কবিতা।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয়
loading...