কবিতা

15961_n

মাঝে মাঝে মনে হয় আমার
মানুষ হিসেবে বুঝি আমার কোনো অস্তিত্ব নেই।

দিনের আলোর কাছে যেমন চাঁদের
আলোর অস্তিত্ব নেই
রাত ছাড়া যেমন চাঁদের কোনো অস্তিত্ব নেই
পাহাড় ছাড়া যেমন ঝর্ণার কোনো অস্তিত্ব নেই
সাগর ছাড়া যেমন নদীর অস্তিত্ব নেই

তেমনই
তুমি ছাড়া যেন আমার কোনো অস্তিত্ব নেই।

মানুষ তো একজন্মেই হাজার খানেক চাওয়া চায়
পরের জন্ম তো অনন্তকালের –
সেখানে চাওয়া পাওয়ার হিসাব নেই।

এ জন্মে যে যার কাছের, যে যার দূরের।
এ জন্মে ভালোবাসা না দিলে, কাছের কেউ না হলে
তাতে কোনো ক্ষতি নেই – শুধু অনুরোধ রইলো যে
অবহেলা, ঘৃণায় এই আমাকে আর পাঁচটা মানুষের
চোখে অস্তিত্বহীন করে তুলো না।

মানুষ দুঃখ, কষ্ট সয়ে বাঁচতে পারে
কিন্তু, তার যদি সেই বেঁচে থাকার অস্তিত্বই না থাকে
তাহলে সে কি নিয়ে, কি করে বাঁচবে ?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০৮-২০২১ | ১৮:২৬ |

    মানুষ দুঃখ, কষ্ট সয়ে বাঁচতে পারে
    কিন্তু, তার যদি সেই বেঁচে থাকার অস্তিত্বই না থাকে
    তাহলে সে কি নিয়ে, কি করে বাঁচবে ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...