আত্ম-দম্ভের সঙ্গম

1981_n

সেই কখন থেকে
ক্ষ্যাপাটে ভীমরুল তাড়া করে ফিরছে
মাতাল কবির ধ্যান মগ্নতায় শুল পোড়াচ্ছে অবিরাম,
আত্মার ঘনিষ্ঠতায় বেড়ে উঠা আত্মবিনাশী শত্রুর ন্যায়
হেমলকের আচ্ছন্ন আধারে নগ্ন নৃত্যের মাদল বাজায়;

জ্যোৎস্না রাতের মৃদু হাওয়ায়
বুকের পাঁজর খুলে দাঁড়াতে যাই নিরুত্তাপ চাঁদের গলা জড়িয়ে
কামহীন নির্মোহ আবেদন, পবিত্র প্রার্থনায়
নিষিদ্ধ শব্দরা ভিড় করে যৌন-উদ্দীপক ভাষায়
ইথারের রমণী মাংশলগন্ধে হাসিল করে সন্ধ্যা রাতের ক্রিয়া।

জোয়ারে ভাসা নদী চরে লাল শালিকের অরোধ্য বিচরণ
হালের বৈঠা হাতে অন্ধের মত ডুবে যায় অদক্ষ সাঁতারু
ভীরু ভীরু চোখে স্বপ্নের নিষিক্ত সুরার নেশা
ভালবাসা কিনা জানিনা;
হৃদয়ের বন্দরে তখন জ্বলে উঠে মৃয়ন্মী আলোর সোনালী রেখা
তলে তলে সুদূরে যায় পৌঁছে অরক্ষিত দুর্গের প্রলয় লীলা-

জীবনের দোলা চলে কবি ভুলে যায়
সন্ধ্যার কাছে হাত পেতেছিলো নতুন একটি কবিতার জন্য
সন্ধ্যা নয়!
ক্ষ্যাপাটে ভিমরুল দিয়ে গেলো আত্ম-দম্ভের সঙ্গম
যৌবনের জঘন্যতম সময়ে ফোটা এক গুচ্ছ রক্ত রঙ্গম!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০৬-২০২১ | ১১:৩৭ |

    হালের বৈঠা হাতে অন্ধের মত ডুবে যায় অদক্ষ সাঁতারু
    ভীরু ভীরু চোখে স্বপ্নের নিষিক্ত সুরার নেশা
    ভালবাসা কিনা জানিনা;
    হৃদয়ের বন্দরে তখন জ্বলে উঠে মৃয়ন্মী আলোর সোনালী রেখা
    তলে তলে সুদূরে যায় পৌঁছে অরক্ষিত দুর্গের প্রলয় লীলা।

    ___ অসাধারণ কবিতা উপহার প্রিয় স্যার প্রিয় কবি দাউদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ০৫-০৬-২০২১ | ১০:০৫ |

    খুব সুন্দর আবেগময় প্রকাশ কবি দা

    GD Star Rating
    loading...