১
জীবন চলার সুদীর্ঘ এই না পথে
আসে কত রঙের বাঁধা,
ঘাত প্রতিঘাত উৎরাতে পারলে
আসে সুখের বাস্তবতা।
২
ললাটের অদৃশ্য লিখুন
যায় না কভু বলা,
সুখের সাথে দুখের সাথে
দীর্ঘ পথ চলা।
৩
দিন পর দিন কাটে
কাটে এই জীবন,
তারপর আসে চলে
বিস্বাদ এই মরণ।
৪
ফুল ফোটে, পাখি গাই
সময় নাহি বসে রয়,
আজ আছো গো যুবা তাই
কালক্রমে হবে বৃদ্ধ ভাই।
৫
পৃথিবী নশ্বর, নশ্বর মানব দেহ
নশ্বর নহে তুমি,
তুমি তো সৃষ্টি করছে প্রভু
এই সপ্ত ভুমি।
রচনাকালঃ
০৯/০৪/২০২১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যাপিত জীবনের বাস্তবতায় গুচ্ছ কবিতার প্রকাশ অসামান্য হয়েছে কবি। শুভ সকাল।
loading...
হুম।
শুভকামনা রইল
loading...