জীবনের বাস্তবতা (ছড়া)

জীবন চলার সুদীর্ঘ এই না পথে
আসে কত রঙের বাঁধা,
ঘাত প্রতিঘাত উৎরাতে পারলে
আসে সুখের বাস্তবতা।

ললাটের অদৃশ্য লিখুন
যায় না কভু বলা,
সুখের সাথে দুখের সাথে
দীর্ঘ পথ চলা।

দিন পর দিন কাটে
কাটে এই জীবন,
তারপর আসে চলে
বিস্বাদ এই মরণ।

ফুল ফোটে, পাখি গাই
সময় নাহি বসে রয়,
আজ আছো গো যুবা তাই
কালক্রমে হবে বৃদ্ধ ভাই।

পৃথিবী নশ্বর, নশ্বর মানব দেহ
নশ্বর নহে তুমি,
তুমি তো সৃষ্টি করছে প্রভু
এই সপ্ত ভুমি।

রচনাকালঃ
০৯/০৪/২০২১

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৪-২০২১ | ৮:৪০ |

    যাপিত জীবনের বাস্তবতায় গুচ্ছ কবিতার প্রকাশ অসামান্য হয়েছে কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...