পুরনো জীবনকে ঝেড়ে মুছে,
বিশ্বাসের চাদরে মুড়ে নতুন করে বাঁচতে চাওয়া-
আফ্রোদিতির আর ফিনিক্স হওয়া হল না।
একলা ভেসে যাওয়া দ্বীপের মতো
অকুল সাগরে ভাসতে ভাসতে
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি নিজের থেকে,
অবিশ্বাস আর উপেক্ষার আগাছায়
ক্রমশ বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস।
নির্ভরতার পালতোলা নৌকো ছেড়ে গেছে মাঝ সাগরে,
ভেঙে যাওয়া নোঙর আর শুকিয়ে যাওয়া মুখের লালা নিয়ে
দেখেছি ভালবাসার চলে যাওয়া।
পুড়ে যাওয়া জীবনের ছাই মেখে
যন্ত্রণাকে উপেক্ষা করে অনায়াসেই চলে যেতে পারি
মৃত্যুর হাত ধরে
চির শান্তির ঘুমের দেশে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যন্ত্রণাকে উপেক্ষা করে অনায়াসেই চলে যেতে পারি
মৃত্যুর হাত ধরে … চির শান্তির ঘুমের দেশে।
loading...
অসাধারণ অনুভূতির প্রকাশ।
loading...
loading...
বেশ ভাবনাময়
loading...