মাঠের পরে ঘর দেখি
সোনালি মুখের হাসি;
নদীর বুকে ঢেউ দেখি
সকাল দুপুর সাঁতার কাটি;
কত নামের বাহার শুনি-
আমার নামের হিংসা পুড়ি!
প্রেমের কথায় শুধু আগুন
অনেক দূরে গেলো ফাল্গুন
তবুও ঘর দেখি বাড়ি দেখি
আইলপাথারের মুখোমুখি
মেঘলা বাদল ঝরে আস যদি
হাত স্পর্শে ভরে যাবে মাটি।
০৭ ফাল্গুন ১৪২৬, ২০ ফেব্রুয়ারি ২১
———————————-
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মা মাটি মানুষের কথা কবিতায়
তবুও ঘর দেখি বাড়ি দেখি
আইলপাথারের মুখোমুখি
মেঘলা বাদল ঝরে আস যদি
হাত স্পর্শে ভরে যাবে মাটি।
____ আজকের লিখাটিও অসম্ভব সুন্দর হয়েছে প্রিয় বাউল কবি।