যদি বলি আই কুইট…
রেললাইন ধরে হেঁটে যেতে যেতে
পেছনে কিছুই ফেলে যাবনা ;
ব্যবহৃত জামাকাপড়, চশমা
গুচ্ছ স্মৃতির পুঞ্জ
কেউ বলবেনা থাক থাক-
আহা থেকে যাও…
শান্ত বাড়ীর পাশের রাস্তায়
গুগল্ ওয়ালপেপারের আবছায়ায়
কাঁপা কাঁপা স্মৃতি কুঠুরি
নষ্টনীড়ের কাটা কাটা স্বপ্ন
কেউ উল্লসিত কেউ অবাক-
খসে পড়া আম জাম বকুলের পাতা
শুকিয়ে ধূলো হয়ে হাওয়ায় ভাসা
যদি বলে আই কুইট…
টিন এজার সবুজ পাতার দল
অট্টহাস্যে থৈ থৈ।
মাথায় রূপোলী ঝিলিক তুলে
যদি শুষে নিতে চাই
সতেজ টানটান ত্বক
বলতে হবে না আই কুইট…
সহস্র তর্জনী দাঁড়িয়ে বলবে-
যাও যাও…
এক্ষুণি চলে যাও…।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নিখুঁত প্রকাশ । বিমোহিত হলাম
loading...
মাথায় রূপোলী ঝিলিক তুলে
যদি শুষে নিতে চাই
সতেজ টানটান ত্বক
বলতে হবে না আই কুইট…
সহস্র তর্জনী দাঁড়িয়ে বলবে-
যাও যাও…
এক্ষুণি চলে যাও…।
loading...