জানিস চিঠি আমার বড্ডো প্রিয় আজও। যদিও জানি সমস্ত প্রিয় জিনিস, প্রিয় সম্পর্ক হাতের মুঠি থেকে বেরিয়ে গেছে। একা দাঁড়িয়ে থাকি আর তাদের চলে যাওয়া দেখি। তবুও এই আধো আলো ভোরে, মনে মনে চিঠি লিখি তোকে। তোকেই ইচ্ছে করে লিখতে। ভীষণ ইচ্ছে এই চিঠি খুঁজে পেতে হাওয়ার নদী পথ সাঁতরিয়ে শুধু যাক তোর কাছে। অন্তত এই চিঠি পাক তোর ছোঁয়া। আমার এই এলোমেলো আবদারে আলো বেশে ভালোবেসে কাছে টেনে নিস এইতো, এইটুকুই তো চাওয়া। আর আমার চোখ আঁকুক জলছবি মনে মনে।
যখন হঠাৎ ঝড়ে গুটিয়ে নিই নিজেকে, তুই এলে একরাশ রামধনু রোদ হয়ে। ফুলে ফুলে ভরে গেলো চারপাশ। গুঁড়ো গুঁড়ো মেঘ চুরি করে রাখি তোর জন্য। এক বুক সকাল যদি পাই, জড়ো করে নেবো এক মাঠ কাশ ফুল।পূর্ণিমার রাতে চাঁদ থেকে চুঁয়ে পড়ে দুধ নদী পেরিয়ে স্বপ্নদেখা তারা গুনি। আমার হাত রেখে দেখ দেখি। এ হাত বড় জেদি, ছাড়বোনা, বুঝে নিস ছোঁয়াতে।
ছোঁয়াছুঁয়ি-কানামাছি, কুমির ডাঙ্গা বিকেল। কত দিন হয়ে গেল,খেলি না। দূর থেকে ডাক আসে ঝিরঝির জলনদী মেঘেদের, আয় আজ ভিজে যাই দুজনেই। এই সব ফোঁটা ফোঁটা রঙের আদর শুধু থাক তোর আর আমার। এই স্নিগ্ধ সকাল থেকে গাঢ় নীল সন্ধ্যেতে আলো মেখে, ভালো থাক তুই।
loading...
loading...
প্রচ্ছদ এবং শব্দ বাণী'র অসাধারণ প্রকাশ। অভিনন্দন কবি রিয়া রিয়া।
loading...
অনেক ধন্যবাদ জানবেন বন্ধু।
loading...
অনেকদিন পর আমার প্রিয় শ্রদ্ধেয় কবি রিয়া দিদির একটা কবিতা পড়লাম। ভালো লিখেছেন, দিদি।
loading...