দূরদর্শী চোখের সীমানায় চঞ্চলকর
অদ্ভুত কিছু দৃশ্যপট! ভাবনার গহীনে
অদৃশ্য আফসোস ঘিরা বট; নীবর কষ্টতে
ছায়া পুড়ি- মলিনকরা পূর্ণিমা রাত অথচ
সুখেরা অম্লান কোন রাস্তার মোড় কিংবা
অহংকারের শহরতলি! মন হিংসার ঘাট;
তবুও মৃদূলকরা সোনালি রোদের ঝলক
আঁখি পল্লবে রাতপোহান স্বপ্ন ডাঙ্গার ঘর
অতঃপর দূরদর্শীর মেঠোপথে এক সুখের
ছবি করেছো প্রচ্ছদপট- অদৃশ্যেই ছায়া বট।
২০ পৌষ ১৪২৬, ০৪ জানুয়ারি ২১
————————————–
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শুভেচ্ছা ও সুন্দর লিখেছেন কবি।
অশেষ ধন্যবাদ জানাই কবি মহী দা
আবার কবিতার শাব্দিক প্রকাশ খুব কঠিন হয়ে যাচ্ছে বাউল কবি মি. আলমগীর সরকার লিটন।
শুভেচ্ছা জানবেন। শুভ সন্ধ্যা। 
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
দাদা, কবিতায় দিনদিন কঠিন থেকে কঠিনতর শব্দ যোগ হচ্ছে। যা আপনার কবিতার সবদিকই বদলে যাচ্ছে। এই কবিতাটাও কিন্তু দারুণ হয়েছে, দাদা।
শুভকামনা থাকলো।
জ্বি প্রিয় কবি নিতাই দা
সঠিক বলেছেন একটু ভাবনাবিষয় কবিতা এরকমী হবে
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
খুব সুন্দর লেখা
শুভকামনা রইল কবি
অশেষ ধন্যবাদ কবি অপূর্ব দা