কতটুকুই বা আর চেনা জানা হল
না জানলাম দিনরাত্রি
না জানলাম নিবিড় প্রকৃতি
কিম্বা পৌষের হাড় কাঁপানো শীতের হলুদ রৌদ্রে শিহরণ খেলে যাওয়া অরণ্য;
না চিনলাম পূর্ণিমা চাঁদের তিথি
হয়তো প্রিয় গোলাপ স্বপ্নে বিভোর ছিলাম গহন অরণ্যে;
তবু দিন ক্ষয়ে যায় পাতা ঝরা শব্দের মত
দিন শেষে কুয়াশায় ম্লান হয় প্রজাপতি স্বপ্ন,
বুকের ভেতর জমে থাকা কষ্ট গুলো বেরিয়ে এসেছে
লেখা হয়ে
হতে পারে কিছু কবিতা;
ভাল থাকুক কবিতা লেখার সকাল
ভাল থাকুক অনন্য সুন্দর বিকেল
ভাল থাকুক অরণ্যে জ্যোৎস্নার শিহরণে জেগে ওঠা দিনরাত্রি!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
loading...
বেশ ভাবনাময় প্রকাশ কবি আপু
loading...
ভাল থাকুক কবিতা লেখার সকাল
ভাল থাকুক অনন্য সুন্দর বিকেল
ভাল থাকুক অরণ্যে জ্যোৎস্নার শিহরণে জেগে ওঠা দিনরাত্রি!
loading...
খুব ভালো লিখেছেন, দিদি। শুভকামনা থাকলো।
loading...