পকেট হাতড়িয়ে পেলাম চকলেট
দিলেম গুজে কোমল হাতে;
পরনে শুধু ছেঁড়া ময়লা হাফপেন্ট
কাঁপছে শিশুটি অতি শীতে।
বাড়ির পাশে ঐ নীম গাছটির নীচে
আজকাল প্রায় দেখি ওকে;
ধুলোতে মাথার চুল সাদা হয়ে আছে
কত স্বপ্নও লুকিয়ে চোখে।
কোথায় আস্তানা তবে কিছুই জানি না
সে বাবা মা কোথায় বা তার;
হয়ত নীড় এই খোলা আকাশখানা
হই প্রশ্নবিদ্ধ বার বার।
রোজ সকালে দেখি ওকে ওখানে বসে
জিজ্ঞাসি, কই থাকিস রাতে ?
স্বপ্ন জমে আছে নীল চোখে শুধু হাসে
হয়েছে নির্বাক কষাঘাতে।
যেই দিলেম এক খণ্ড বস্ত্র পুরানা
শুষ্ক আঁখি ফেটে এলো জল;
লুটিয়ে পড়ে পায়ে খুশীতে আটখানা
ভাবি এই নিয়তির ছল !
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লিখাটি পড়তে গিয়ে এক ধরণের নস্টালজিয়ায় ভুগলাম প্রিয় কবি। অসাধারন।
loading...
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন সব সময়।
loading...
বেশ ছন্দময় অনুভবে পাঠ করলাম কবি দা
loading...
অনিন্দ্য সুন্দর লেখা
loading...