সূর্যের আলো নাহয় ঢেকে রাখুক মেঘে,
তাতে তোমার লাভ কি হায় রেগে-মেগে ?
তোমার জ্ঞানের আলো ছড়িয়ে দাও–
রাত শেষে ভোরে, ঘুম থেকে জেগে!
সূর্যের আলো থেকেও আলোকিত জ্ঞান,
যা থাকে সৃষ্টির সেরা জীবের মস্তিষ্কে!
সেই জ্ঞানভাণ্ডার সদা রেখেছেন প্রভু খুলে!
বিলিয়ে দাও, ছড়িয়ে দাও, দিকে দিকে!
সূর্য থেকে আলো কেড়ে আলোকিত চাঁদ,
জীবের জ্ঞানের আলোতে মিটে জীবনের স্বাদ!
সেই জ্ঞান রেখো না বন্দী, স্বেচ্ছায় বিলিয়ে দাও।
তাতে হবে কেউ জ্ঞানশূন্য, জানিয়ে দাও!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সূর্যের আলো থেকেও আলোকিত জ্ঞান, থাকে সৃষ্টির সেরা জীবের মস্তিষ্কে …
জ্ঞানভাণ্ডার সদা রেখেছেন প্রভু খুলে; বিলিয়ে দাও, ছড়িয়ে দাও, দিকে দিকে!
loading...
অনেক অনেক শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।
loading...
আপনার চিন্তা ও চেতনায় সাহিত্য সমৃদ্ধ হোক।
loading...
তা হতে আরও অনেক বাকি আছে বলে মনে হয়। মন্তব্যের জন্য শুভকামনা থাকলো দাদা।
loading...
খুব সুন্দর ভাবনা কবি নিতাই দা
loading...
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
loading...