দোয়া করি প্রিয়তমা
দোয়া করি সুখে থাকো
দোয়া করি যেমন খুশি স্বপ্ন আঁকো
স্বপ্নের আলোয় জীবন দেখো
দোয়া করি-
যা কিছু অশুচ, অমঙ্গল, কষ্টকর
দূরে থাকুক তোমা থেকে সারা জীবন ভর।
দোয়া করি
দোয়া করি, যেন ভুলতে পারো আমার নাম
দোয়া করি যেন মুছতে পারো সারা বদনাম!
দোয়া করি প্রিয়তমা-যেন
নির্জীব সন্ধ্যার হিম কাঁটা একাকীত্ব তোমায় বিষণ্ণ না করে
অন্তরে অভ্যন্তরে নিঃসীম মৌনতা যাতে ভর না করে;
দোয়া করি –
নতুন প্রভাতের মত তুমি অরণ্যের হাসি ফোটাও প্রতিদিন
দোয়া করি বর্ণীল সাজে সাজুক চারপাশ অনন্ত রঙ্গিন!
আমি প্রাণ ভরে দোয়া করি
অন্তর্যামীর সমস্ত আকুতি নিয়ে প্রার্থনা করি
মুক্ত বিহঙ্গীর ডানায় তুমি উড়ে বেড়াও নীলিমা আকাশে
দ্রাঘিমার শেষাংশে পৌঁছে যাও নির্ভয়, সদানন্দে
দোয়া করি, সব পেয়ে তুমি ভুলে যাও-
ভুলে যাও, ভালোবেসে একদিন ছুঁতে চেয়েছিলে নিষিদ্ধ গন্দম
দোয়া করি দূরে গিয়ে হৃদয় জুড়ে ফোটাও যেন প্রাণবন্ত রঙ্গম।
দোয়া করি প্রিয়তমা
সুখে থাকো তুমি
দয়া করে আমায় করে দাও ক্ষমা।
loading...
loading...
দোয়া করি, সব পেয়ে তুমি ভুলে যাও-
ভুলে যাও, ভালোবেসে একদিন ছুঁতে চেয়েছিলে নিষিদ্ধ গন্ধম
দোয়া করি দূরে গিয়ে হৃদয় জুড়ে ফোটাও যেন প্রাণবন্ত রঙ্গম।
loading...
দোয়া ছাড়া কিছু করার নেই
loading...
ভালোবাসা আর অভিমান সিক্ত অনুরণন ধ্বনি
সুনির্মল উপস্থাপন
loading...