আর নয় কোন আত্মহত্যা

নারী! তুমি পাথর হইও না
ফুটন্ত গোলাপ হও,
যৌবনের ভাঁজে ভাঁজে রুপ রসে
মেলে দাও গোলাপ পাপড়ি,
হায়! কত বখাটের বিবর্ণতায় ঘনিয়ে আসে
তোমার জীবনে ঘোর অমানিশা:
অথচ নারী, তুমি কি রুখতে জাননা ওদের পথ ?
ওই সব নরপিশাচদের
তোমার ছলে বলে কৌশলে,
মানুষ রুপি নরপশুদের ঘায়েল করতে পারনা ?
কেন তুমি আত্মহত্যা করো ?
নিজের সুন্দর জীবন ধ্বংস করছো
তোমার নাকি চোখে প্রেম,
বুকে প্রেম
মুখে প্রেম
ছলায় বলায় প্রেম
মনেতে প্রেম
তোমার চাহনিতে প্রেম
অঙ্গে প্রেম
ঢঙ্গে প্রেম
তোমার নাকি সর্বত্রই প্রেমের খেলা চলে।
এত প্রেমের ফাঁদে
বখাটেদের আটকাতে পারনা?
মরতে হয় ওরাই মরুক
তোমরা কেন ঠাস ঠাস মরতে যাবে ?
তোমাদের যাদুর কৌশল দিয়ে
বখাটেদের লটকে দাও ফাঁসিতে।
ওই সব বখাটেদের অঙ্গার করে দাও
ওরা ভীষণ ভয় পেয়ে যাক
ওদের কঠিন শিক্ষা হোক,
তাহলে বেঁচে যাবে অসংখ্য শিশু সহ অনেক মেয়ের জীবন।
ওরা দেখুক তোমরা কতটা ভয়ংকর হতে পার নারী!
জগত দেখুক,
কতখানি বেপরোয়া হয়ে উঠতে পারে নারী।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-১০-২০২০ | ১০:২৯ |

    ওদের কঠিন শিক্ষা হোক,
    তাহলে বেঁচে যাবে অসংখ্য শিশু সহ অনেক মেয়ের জীবন।
    ওরা দেখুক তোমরা কতটা ভয়ংকর হতে পার নারী! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ১৪-১০-২০২০ | ১১:০৩ |

    বেশ প্রতিবাদী অবশ্যই শিখা হবে কবি  আপু

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ১৪-১০-২০২০ | ১১:১১ |

    লেখা বেশ  সার্থক  । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১৪-১০-২০২০ | ১৮:১৮ |

    প্রতিবাদের ভাষা কঠোর না হলে সব স্লোগানই ফিকে হয়ে যাবে দিদি ভাই। Frown

    GD Star Rating
    loading...
  5. নিতাই বাবু : ১৫-১০-২০২০ | ৯:৫৪ |

    বর্তমান সময়ের জন্য প্রতিবাদী লেখা।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া কবি দিদি।

    GD Star Rating
    loading...
  6. ফকির আবদুল মালেক : ১৫-১০-২০২০ | ২১:১০ |

    সময়োপযোগী চমৎকার উপস্থাপনা

    GD Star Rating
    loading...