আমি মাটির কাছে চেয়েছিলাম, এক চিমটি ভিটেমাটি,
মাটি আমাকে দিলো তাড়া, হাতে নিয়ে এক লাঠি!
পাইনি মাটি, তবুও দেহে মাখি এই জন্মভূমির মাটি,
এখন আমি বাস্তহারা, তাই দিন-রাত করি খাটা-খাটি!
সূর্যের কাছে চেয়েছিলাম, একটুখানি তেজস্ক্রিয় আলো,
আমার চাওয়াতে সূর্যটা হলো রাগ, মুখটা করলো কালো!
তাই হয়ে গেলাম জনমদুখী, ভাগ্যটা আর হয়নি ভালো!
হয়ে রইলাম অধম, ভাবছি এটা কি একটা জীবন হলো?
ফুলের কাছে ফুল চেয়েছিলাম, পেলাম কাঁটার আঘাত,
সেই আঘাতে ক্ষত-বিক্ষত হলো মন, করিনি প্রতিঘাত!
কাউকে পারিনি দিতে ফুল, সবাই করলো কুপোকাত,
সমাজে আমি হলাম নিষিদ্ধ, হলাম এই সমাজে বেজাত!
মানুষের কাছে নিরাপত্তা চেয়েছিলাম, তা-ও পাইনি,
মানুষ ফেলে দেয় চরম বিপদে, তবুও প্রতিবাদ করিনি!
সমাজের কাছে চেয়েছিলাম অসাম্প্রদায়িকতার বাণী,
সমাজ দেয় নিজ ধর্মের শ্লোগান, করে শুধু হানা-হানী!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আনন্দ হাসি ব্যথা বেদনায় সুখ দুখ সাথী করেই চলতে হবে কবি মি. নিতাই বাবু।
loading...
ভাল থাকুন কবি দাদা ভাই।
loading...
সুন্দর পরিবেশন
loading...
সম্মানিত মন্তব্যকারীদের মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন।
loading...