মেঘ হীন শাদা আকাশ আমার উঠোন জুড়ে
মোমের মত নরম রাত্রির ঠোঁট গলে ক’ফোটা বৃষ্টি ঝরেছে,
সমুদ্রের স্রোতে ভেসে গেছে সবুজ শ্যাওলা —
শ্যাওলা রং স্বপ্নটাও ভেঙে গেছে :
দুঃস্বপ্নের নষ্ট মেঘের বৃষ্টিতে;
রৌদ্দুর পোড়া জ্যোৎস্না এখন আমার শহরে
নিবিড় রাত্রিটাও কেমন শোকের মিছিলে,
সবুজ হীন ক্লান্ত প্রকৃতি আমার চোখে।
এক গ্লাস বিশুদ্ধ অন্ধকার রাত খেয়ে বেঁচে আছি এই আমি বহুদিন
বিরহে হেঁটেছি রাত দুপুর,
আমার রাত থেকে অসংখ্য নিদ্রা ঝরে গেছে।
হলুদ বিশ্বাসের নক্ষত্র গুলো
আমার অনেক প্রিয় কাশফুল
একটা নামহীন সমুদ্র,
প্রজাপতি নীল আকাশের মৃত্যু হয়েছে সবুজাভ নিসর্গ উদ্যানে,
গ্রীষ্মের পবিত্র ভোরে ঘুমন্ত কৃষ্ণচূড়ারা ঝরে গেছে !
অরণ্য আমাকে জড়াও তোমার সবুজ বুকে —
খেয়ালী মন হারিয়েছি শরতে ;
আবার আমি নতুন করে বেঁচে উঠবো
এই আমি জ্যোৎস্নায় ভিজবো বারমাস
লাল নীল প্রজাপতি ডানায় উড়ে কাশফুলের লাবণ্যতা মাখবো এ মনে,
মেঘ হীন শাদা আকাশ আমার উঠোন জুড়ে।
loading...
loading...
"আমার অনেক প্রিয় কাশফুল … একটা নামহীন সমুদ্র,
প্রজাপতি নীল আকাশের মৃত্যু হয়েছে সবুজাভ নিসর্গ উদ্যান।"
___ অসামান্য অনুভবের কবিতা প্রিয় কবি হাসনাহেনা রানু। শুভ সকাল।
loading...
শুভেচ্ছা র'লো প্রিয় কবি দিদি ভাই।
loading...
ভালো লাগার এক চমৎকার কবিতা। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া কবি দিদি।
loading...
পরিপাটি লেখা
loading...