এখন তো নয় সময়
বিচার চাওয়ার,
এখন তো নেই সময়
বিচার পাওয়ার।
.
এখন তো নেই আর সময়
নিষ্ফল প্রতিবাদ, ধিক্কার
কিংবা খোলা রাস্তায় দাড়িয়ে
নিঃস্ব প্রতিবাদ জানাবার।
.
এখন তো শুধুই সময়
বদলা নেওয়া রক্তের,
এখন তো সময় শুধুই
নিঃশব্দে প্রতিশোধের …
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতায় শুভেচ্ছা জানালাম কবি মি. রোমেল আজিজ। শুভ সকাল।
কোমল মনের ভাবনা ।
বেশ ভাবনাময়