এই মৃত্যুর মিছিলে আমিও আছি,
আছে আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন।
আমার পূর্বপুরুষেরাও ছিল মৃত্যুর মিছিলে,
ছিল জ্ঞানীগুণী, ফকির, সাধু, অলিগণ।
মৃত্যুর মিছিলে ছিল সন্ন্যাসী, দরবেশ,
ছিল রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার;
জীবের জীবন মৃত্যুতেই হবে শেষ!
এটাই নিয়ম, কেউ করেনি অস্বীকার!
মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
এই মিছিলে শ্লোগান দেয়না মরতে চাই!
বিধাতা বলে নিয়ম খণ্ডনের বিধান নাই!
জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই।
ছবি গুগল থেকে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"মৃত্যুর মিছিলে ধ্বনিত হয় বাঁচতে চাই!
জীবের মৃত্যুই নিশ্চিত, এরচেয়ে সত্য নাই।"
____ অমোঘ সত্য উচ্চারণ। ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে। শুভেচ্ছা।
loading...
সুন্দর মন্তব্য দানে বাধিত করলে, শ্রদ্ধেয় দাদা। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
loading...
চমৎকার মৃত্যুর মিছিল চলছেই চলছে কবি দা
loading...
হ্যাঁ, শ্রদ্ধেয় কবি লিটন দাদা। এই মিছিলে আমিও আছি। বলা তো যায় না, কখন যে কী হয়ে যায়!
আপনার জন্য শুভকামনা থাকলো।
loading...
আমার এক পোস্টে মন্তব্য আকারে দিয়েছেন এই কবিতাটি তখনই ভালো লাগল,, এখন পোস্ট আকারে আবারও পড়লাম।
সতত শুভকামনা রইল।
loading...
হ্যাঁ শ্রদ্ধেয় দাদা, আপনি ঠিকই বলেছেন। এই লেখাটা আমি আপনার পোস্টের মন্তব্যে দিয়েছিলাম। নিজের কাছে ভালো লাগলো বলে সরাসরি পোস্ট করেছি। এখন আপনার মূল্যবান মন্তব্য পেয়ে খুশি হলাম। আশা করি ভালো থাকবেন।
loading...