দাঁড়কাক

ক’দিন ধরেই ভাবছি…
কেনো আর কবিতা, কেনো শব্দের ট্যারাচোখ?
যেখানে দাঁড়কাক চেটেপুটে খাচ্ছে মোহনভোগ!

তবুও তথাকথিত কিছু ইতর-ভদ্র আঁকছে
একের পর এক সম্পাদ্য, ওদের কাছে ভব্য, অভব্য
বলে কিছু নেই; নগদান বহিই আসল প্রতিপাদ্য!

তবুও ওরা শক্তি আর সাহসে পরাক্রমশালী
তা সত্ত্বেও ওরা আসলে নিতান্তই নিয়ত কাঁঁচবালি,
আজকে যে বিশাল মহীরুহ, বিত্তশালী তালগাছ
আগামীকাল…
সেও হতে পারে কারো শালা আর কারো শালি!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৭-২০২০ | ১২:০৩ |

    কবিতার বক্তব্যের সহমতে বলবো … ঠিক তাই। শুভেচ্ছা নেবেন কবি। Smile

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৭-০৭-২০২০ | ১২:৪৭ |

    সব শালা সব শালী সব চোর । চিটার এমনই। 

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ১৮-০৭-২০২০ | ১১:১৭ |

    ওঁরা ইরত- বদমাশরা পারলে পুরো দেশটাই চেটেপুটে খেয়ে ফেলতো। কিন্তু বিদাতা সহায় বলে তা আর পেরে উঠে না। অবশেষে ধরাই খেতে হয়। 

    সুন্দর লেখনীর জন্য কবিকে শুভেচ্ছা।     

    GD Star Rating
    loading...
  4. ফকির আবদুল মালেক : ১৮-০৭-২০২০ | ১৪:০২ |

    চমৎকার উপমা। 

    বিশেষ করে সম্পাদ্য, প্রতিপাদ্য শব্দ দুটির কবিতায় কমই দেখা যায়।  এখানে বেশ চমৎকারভাবে ব্যবহৃত হয়েছে।          

    কবিতার মুল বক্তব্যও আমার সহজবোধ্যই মনে হয়েছে। 

    শুভেচ্ছা।      

    GD Star Rating
    loading...