আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)

আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)

কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ের মাটি
সুশীতল ছায়া,
গাঁয়ের মাটিতে আছে
মমতা ও মায়া।

আমগাছ, জামগাছ,
কাঁঠালের বন,
বসন্তে কোকিল গাহে
ভরে ওঠে মন।

আমার গাঁয়ের পাশে
পথ গেছে বেঁকে,
জল নিয়ে আসে বধূ
নদীঘাট থেকে।

অজয়ের নদীচরে
শালিকের মেলা,
সকালে বিকালে করে
সারাদিন খেলা।

আমার গাঁয়ের মাঝে
পদ্মদিঘি আছে,
পাখি সব কলরব
করে গাছেগাছে।

মাটির পাঁচিলে ঘেরা
ছোট বাড়িঘর,
আঙিনায় কলাগাছ
শোভা মনোহর।

আমার গাঁয়ের মাটি
মায়ের সমান,
কবিতায় লিখে কবি
লক্ষ্মণ শ্রীমান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১৬-০৭-২০২০ | ১৫:০৪ |

     চমৎকার উপস্থাপন I 
    ভালো থাকুন 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৬-০৭-২০২০ | ১৮:৪৬ |

    আন্তরিক শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. ফকির আবদুল মালেক : ১৬-০৭-২০২০ | ২২:৩৯ |

    এক কথায় দারুণ। 

     

    পর্ব আকারে লেখা চলছে, চলুক। এখন থেকে সাথে আছি, প্রতীক্ষায় থাকব।      

    GD Star Rating
    loading...
  4. নিতাই বাবু : ১৬-০৭-২০২০ | ২৩:৩০ |

    নিজের গ্রাম নিয়ে দারুণ কবিতা লিখলেন, শ্রদ্ধেয় দাদা। অনেক দিন পর আপনার লেখা কবিতা পড়লাম। সত্যি ভালো লেগেছে। তো এই সময়ে কেমন আছেন?

    GD Star Rating
    loading...