নিয়ম অনিয়ম

পৃথিবীর সবচেয়ে নষ্ট মানুষটি তোমার দৃষ্টিতে আমি
তবে সেইদিন কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলে যখন আমি বলেছিলাম চলবো একা নির্জনে,
এই আধুনিক সমাজের নিকৃষ্ট জীব তোমার নতুন ভাবনায়
তবে কেন সেইদিন নগ্নদেহে বাহুতলে সঁপে মিটমিটে আলোয়ে চুমো এঁকেছিলে!
জঘণ্যতায় ভরপুর আমারই চারিপার্শ্বিকতা
তবে কেন সেইদিন বিচরণ করেছিলে আমার জঘন্য হাতটি ধরে?
আমি কোনো যোগ্যতাই রাখি না যে মুখে বলেছো সেই মুখেই কত কতবার চুমো একেঁছো নগ্ন দেহে তার হিসেব কি মনে আছে?

সাগরের কোল ঘেঁষে ডুবুডুবু সূর্য দেখতে আমরাই অজস্র পাপে ভরা কাঁধে মাথা রেখে
আর স্বপ্ন বুনতে তুমি-আমি পরীদের রাজা রাণী।
হঠাৎ হঠাৎ গোঙিয়ে উঠতে যদি আমি কখনো ধোঁকাবাজ হই, যদি কখনো তোমার স্বপ্নগুলোকে পিষে দেই অবিশ্বাসের রোলারে!
রাগ-অনুরাগে অশ্রু ঝরিয়ে চোখ ফুলা করতে তা হয়তো আজ ভুলেই গিয়েছো আত্মপ্রবঞ্চনায়।

ল্যাম্পপোস্টের আলোয় রিক্সার হুকতলায় রসালো মৈথুনে উত্তপ্ত নিঃশ্বাসে বলতে ” ভালবাসি খুব ” তুমিই আমার শ্রেষ্ঠ মানুষ
তখন কি ভাবো নি আমি তোমার ভুলে ভরা মানুষ?
কত কোটিবার বলেছিলে আমি বিনে তোমার পৃথিবী অন্ধকার, মরুভূমির তৃষ্ণার্ত পথিক হবো,
তবে আজ পুর্ণিমার আলোয় সুখের নদীতে ভেসে বেড়াচ্ছো কোনো এক পুরুষের মিথ্যে প্রতিশ্রুতিতে আর আমি ঘুটঘুটে অন্ধকারে জোনাকি খুঁজি।

কত আহ্লাদ, কত কান্নার জল, কত উৎকন্ঠা, কত শফথ বিলীন হয়েছে তোমারই অজানা চাহিদায়
নিমেষেই ডুবেছে স্বপ্নতরী, পাল ছিঁড়া কূলহারা বিশ্বাসের মাঝিকে শুধু ভাবায়-
প্রেম ভালবাসা সত্যিকার অর্থে কি?

দেহের স্বাদ মিটে গেলেই কি নতুন দেহের সন্ধানে ডাস্টবিনে চলে যায় সেই সব ভালবাসা, প্রতিশ্রুতি, টান কিংবা প্রেম!
আবার কি শুরু হয় নতুন হিসেবের খাতা, কখনো লেখা হয় লোক দেখানো সংসার কিংবা নগ্ন দেহের নগ্ন খেলা?
কোনো একদিন সবকিছু হারিয়ে এতোকিছু থাকার পরেও অনুশোচনার দহনে পুড়তে পুড়তে কি হাসির মৃত্যু হয় আমরণ তরে?
নিয়ম-অনিয়মের খেলায় পরাজিত সৈনিক তুমি আমি সবাই।

তবে চলো নিয়ম ভাঙ্গি-
প্রেম ভালবাসা হউক সাত পাকে বাঁধা কিংবা তিন কবুলের পরে অথবা জিশুকে সাক্ষী করে চুমোর ফলে
তবেই হয়তো তোমাদের মত মানুষদের তরে অশ্রুসজল হতে হবে না আর কাউকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৮-০৬-২০২০ | ১৫:২৭ |

    সুন্দর  লেখনী 

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৮-০৬-২০২০ | ১৯:৫৬ |

    জীবন ঘেঁষা কবিতাটি পড়লাম। যেখানে যেভাবে আছেন অনেক অনেক ভালো এবং নিরাপদে থাকুন কবি। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. গোলাম কিবরিয়া সৌখিন : ১৩-০৬-২০২০ | ৮:০৯ |

    আহ্,  এ যেনো একহ্রাস দুঃখ । ভালো লিখেছেন কবি।    

    GD Star Rating
    loading...