ভালোবাসার গেরুয়া আঁচল……………………
.
নৈঃশব্দ্যে গোপনে ভালোবাসার গেরুয়া আঁচল বিছিয়ে রেখেছি হে সুপ্রিয়,
চৈত্রের ভর দুপুরে তোমার অপেক্ষায় তৃষ্ণার্ত অধর পুড়ছে ব্যাকুলতায়,
দুঃখবিলাসী হাওয়া বইছে নির্জন বিষাদের অন্তরালে,
বিরহ যাতনা গুলো লিপিবদ্ধ করে রেখেছি সদ্য ফোঁটা গোলাপের কাঁটায় কাঁটায়,
গোপনে তোমার জন্য কেঁদেছি রাতভর,
পোঁড়া বাঁশির সুরে ভেসে আসে এক বেদনার উপাখ্যান,
হৃদয়ের গভীরে শেষ স্পন্দনেও কি অদ্ভুত শিহরণ
তুমি আছো আমার সমস্ত নীরবতা জুড়ে সমস্ত সুখের আলপনায় সারাক্ষণ,
স্বপ্নের জলছবিতে ভালোবাসার সাতকাহন,
রুপালী জোছনায় যুবতীমন ডাকে তোমায় চলে এসো ভালোবাসা হোক,
তোমার প্রেমে শ্বাসরুদ্ধ হয়ে হৃদয়ে কাঁপানো ঝড় উঠুক তোলপাড়,
কতোকাল অপেক্ষায় থেকেছি এ মিলনমুখো রাত্রির,
শব্দে শব্দে সাজবে কবিতার বাসর,
বসন্তের নির্জন বাতাসে পাখির গান চারদিকে শ্রেষ্ট বকুলের সুবাস,
তোমার বিবর্ণ ক্যানভাস রাঙিয়ে দেব প্রজাপতি রঙে
রুদ্রবীণার সংগীতে ভিজিয়ে দিবো তোমার বৈরাগী মনে,
প্রেমের অমিয় সুধা পান করে নিশিথে ভালোবেসে তুমি করাবে জোছনায় স্নান,
খুব কাছে টেনে ঠোঁট ছুঁয়ে শুষে নিবে গোলাপের নির্যাস,
আবছা আলো ছায়ায় জুঁই ফুলের গন্ধে জেগে ওঠে মাদকতার মাতাল ঘ্রাণ,
নিখুঁত প্রেমের কারুকাজে অহর্নিশি ছুঁয়ে যাও তুমি এই মন প্রাণ,
বুকের ভাঁজে জেগে ওঠে এক নীলকণ্ঠ পাখি,
তোলপাড় সুখে ছুঁয়ে যায় গভীর আবেশে রাতের নির্লিপ্ত আঁধারে দুটি আঁখি,
প্রণয়ের উষ্ণসুখে একফালি চাঁদ উঁকি মেরে প্রবেশ করে হৃদয়ের গহীনে,
নৈঃশব্দ্যে গোপনে ভালোবাসার গেরুয়া আঁচল বিছিয়ে রেখেছি হে সুপ্রিয়,
রুপালী জোছনায় যুবতীমন ডাকে তোমায় চলে এসো ভালোবাসা হোক………………
.
— ফারজানা শারমিন
০৭ – ০৬ – ২০২০ ইং
loading...
loading...
মাধুর্যমণ্ডিত শ্রুতিমধুর লেখা। ।
loading...
ধন্যবাদ আপনাকে………………
loading...
''নৈঃশব্দ্যে গোপনে ভালোবাসার গেরুয়া আঁচল বিছিয়ে রেখেছি হে সুপ্রিয়,
রুপালী জোছনায় যুবতীমন ডাকে তোমায় চলে এসো ভালোবাসা হোক…"
___ চমৎকার একটি প্রচ্ছদের সাথে অসামান্য কবিতা। নন্দিত শুভেচ্ছা কবি।
loading...
অসংখ্য ধন্যবাদ…………………
loading...
বাহ্ রে , চমকে দিলেন কবি। চমৎকার সব কথা মালা। ভালোবাসা জানবেন।
loading...