লাগ ভেল্কি লাগ -ছড়ার বইয়ের পাঠ প্রতিক্রিয়া

শংকর দেবনাথের ছড়ার বই “লাগ ভেল্কি লাগ”-এর পাঠ প্রতিক্রিয়া
উত্তমকুমার দেবনাথ

একটি বই। কারো কাছে তা একটি মাত্র সংখ‍্যা। কিন্তু যিনি তার স্রষ্টা, তার কাছে একটি বই মানে তার স্বপ্ন, তার ভালোবাসা, তার আবেগ, তার সন্তান। তেমনই সন্তানসম স্নেহ দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে দিয়ে একের পর এক ছড়া, কবিতা, শিশুতোষ গল্প লিখে চলেছেন শংকর দেবনাথ। নিজেকে শিশু সাহিত‍্যিক, শিশুদের কবি তথা ছড়াকার হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ‍্যবোধ করা এই লেখক শিশু সাহিত‍্যকে প্রাধান্য দিয়ে নিরলশ ভাবে কাজ করে চলেছেন। কবি কৃত্তিবাস সম্মাননা ও কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত‍্য সম্মানে ভূষিত শংকর দেবনাথের অসাধারণ একটি সৃষ্টি ছড়ার বই ‘লাগ ভেল্কি লাগ’।

ছড়ার সকল নিয়ম মেনে তবেই ছড়া লেখেন তিনি। নিয়ম ভাঙলেও অত‍্যন্ত দক্ষতার সাথে ভাঙেন তিনি যা হয়ে ওঠে অনন‍্য। ছড়াকার বলেন ও বিশ্বাস করেন, “নিয়ম জেনেই তবে নিয়ম ভাঙতে হয়”। সেসব নিয়ম কানুন আমার অনুর্বর মস্তিষ্কের অনুপোযোগী বিধায় সে আলোচনায় যাবার ধৃষ্টতা দেখানো সমীচীন হবে না। আজকাল খুব বেশি শিশুতোষ ছড়া নিয়ে কাজ লক্ষ‍্য করা যায় না। সেদিক থেকে এ সময়ে এ রকম তুখোড় একজন ছড়াকার পেয়ে বাংলা শিশু সাহিত্য আর একটু সমৃদ্ধ হবে এ আশা ব‍্যক্ত করা যায়। বইটি আমার অসম্ভব ভালো লেগেছে এবং মনে হয়েছে ছড়িয়ে দেওয়া উচিত এমন ভালো বইয়ের কথা যাতে পাঠক উপকৃত হতে পারে।

সমালোচনা করার যোগ্যতা আমার নেই। এটা দক্ষ পাঠকগণ করবেন। আমি আমার ভালো লাগা দেখতে পাই বইয়ের শুরুতে উৎসর্গ পর্বে। ছড়াকার তার আবেগ ঢেলেছেন,
সুজন স্বজন এরাই ক’জন
শ’জন হ’য়ে আমার-
জড়িয়ে থাকে ভরিয়ে রাখে
পদ‍্য-ছড়ার খামার।

নাম ভূমিকার ছড়া ‘লাগ ভেল্কি লাগ’ ছড়ায় যেমন ফুটে উঠেছে সব শিশুর মনের কথা,
স্কুলগুলো ঠিক ভুল করে দিক
সব দরজায় তালা-
যাক মিলিয়ে ঝিল মিলিয়ে
পাশ ও ফেলের জ্বালা।

শিশুর মন তাধিন ধিন করে নাচতে নাচতেই যেমন বলে ওঠে,
ফুলের ঘ্রাণে পাখির গানে
মাতুক নতুন ভোর-
ঘুম কাতুরে সব বুড়োদের
ভাঙুক ঘুমের ঘোর।

‘যেই এঁকেছি’ ছড়ায় যেন ছড়ায় ছড়ায় এক একটি ছবি ফুটে ওঠে মানসপটে,
গাছ এঁকেছি ফুল এঁকেছি
লাল সবুজের রং মেখেছি
এবং ডালে পাখি-
আকাশ জুড়ে নীল ঢেলেছি
সূর্যিমামার দ্বীপ জ্বেলেছি
সঙ্গে নদীও আঁকি।

একে একে ‘আমার বাবা, কী যে হই, পাখির ছবি, পড়বো ছড়ার বই, ভাল্লাগে না’ এমন ছেষট্টিটি ছড়ার গাথুনিতে মোড়া হয়েছে বইটি। প্রত‍্যেকটি ছড়ায় ছড়াগুণ, মান তথা খুদে পাঠক মন জয় করে নেবার দাবী রাখে। শিশু মনন গঠনেও রাখবে উল্লেখযোগ্য ভূমিকা। নিছকই ছড়াকে ভালোবাসলে বা ছড়ারস আস্বাদন করতে চাইলেও বইটি একবার পড়া উচিত।

ছড়াকারের ভাষায় ছড়িয়ে পড়ুক সৌহার্দ্যের গান, শুদ্ধতার আহবান,
তেপান্তরের মাঠও দিলাম
আর কী বলো চাও?
এবার আমায় তোমার প্রাণের
বন্ধু করে নাও।
(বন্ধু করে নাও)
কিংবা,
তাই বলি মা-মর্ত‍্যবাসীর
মন-কালিমা নেশে
যাস্ মা এবার এসে
মানুষ হয়ে উঠুক সবাই
এই অসুরের দেশে।
(মানুষ হয়ে উঠুক সবাই)

ধন্যবাদ জানাই কবি, শিশু সাহিত‍্যিক, ছড়াকার শংকর দেবনাথকে এত সুন্দর সুন্দর লেখা উপহার দেবার জন‍্য। সাধুবাদ জানাই অন‍্যান‍্য লেখার পাশাপাশি শিশু সাহিত‍্য সমৃদ্ধি ও সংরক্ষণকল্পে আপনার লেখা ছাড়াও সম্পাদনাসহ অন‍্যান‍্য প্রচেষ্টাকে।

শেষ করি ছড়াকারের সমাপনী সুর দিয়ে,
সকল জীবন ধকলবিহীন নকলবিহীন সুখে-
শান্তিতে থাক- ক্লান্তিবিহীন ভ্রান্তিবিহীন বুকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২৫-০৫-২০২০ | ২০:৫০ |

    সাবলীল সুন্দর উপস্থাপন । 

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ৩০-০৫-২০২০ | ১২:০৯ |

      ধন্যবাদ। শুভ কামনা সতত।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৫-০৫-২০২০ | ২১:২১ |

    অভিনন্দন কবি শংকর দেবনাথ। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ৩০-০৫-২০২০ | ১২:০৮ |

      ধন্যবাদ। শুভ কামনা সতত।

      GD Star Rating
      loading...
  3. খেয়ালী মন : ২৬-০৫-২০২০ | ১৭:৪৬ |

    ধন্যবাদ জানাই উত্তমকুমার দেবনাথ সুন্দর বিন্যাসের জন্যhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      অভিনন্দন রইলো কবি শংকর দেবনাথ ভাইয়ের জন্যhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    GD Star Rating
    loading...
    • শংকর দেবনাথ : ৩০-০৫-২০২০ | ১২:০৭ |

      ধন্যবাদ। শুভ কামনা সতত।

      GD Star Rating
      loading...