আন্তর্জাতিক বিশ্ব মাতৃ দিবস

আন্তর্জাতিক বিশ্ব মাতৃ দিবস
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

“যার মা আছে, সে কখনই গরীব নয়।”-আব্রাহাম লিংকন…
একদিন নয় তাঁদের সম্মান করুন প্রতিদিন, আজ বিশ্ব মা দিবস। তাই এই দিনটি প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়, কিন্তু এবার করোনা ভাইরাসের কারনে তেমনভাবে পালন করা হচ্ছেনা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক একজন এক এক স্ট্যাটাস দিয়ে পালন করছে এ দিবসটি।

এ জগতে সবচেয়ে মধুরতম শব্দ মা। এ ছোট্ট নামেই সব মমতার মধু মাখা। মা’র ভালোবাসাই কেবল এজগতে নিকষিত হেমের মত নিখাদ অকৃত্রিম, বুক ঝিম করা প্রতিদানহীন। কোনো উপমা, উপেক্ষা, সংজ্ঞায় মায়ের ভালোবাসার পরিধি আকার, আয়তন ও গভীরতাকে ছুঁতে পারেনি।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না- তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।

প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন। ওই বছর তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃদিবস হিসেবে পালন করেন। ১৯০৭ সালের এক রবিবার আনা মারিয়া স্কুলের বক্তব্যে মায়ের জন্য একটি দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন।

১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এভাবেই শুরু হয় মা দিবসের যাত্রা। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। যদিও করোনার কারণে এবার দিবসটিতে কোন আনুষ্ঠানিকতা দেখা যাবেনা। তাই বলে ঘরে ঘরে মায়ের ভালবাসা কুড়াতে কার্পণ্য করবে না, কোন সুসন্তান।

জগতে মায়ের মতো এমন আপনজন আর কে আছে! তাই প্রতি বছর এই দিনটি স্মরণ করিয়ে দেয় প্রিয় মায়ের মর্যাদার কথা।

“মায়ের মতো এ জগতে কেউ নাই আপনজন,
স্নেহে ভরা অন্তর মায়ের ভালবাসায় ভরা মন”।

বিশ্ব মাতৃ দিবসের কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজি শুভ মা দিবস শুন সর্বজন,
মায়ের চরণ পূজা কর পুত্রগণ।
ভক্তিভরে মাতৃপূজা করে যেইজন,
মাতৃ আশীর্বাদে সুখী হয় সেইজন।

শুনহ সন্তান সব বচন আমার,
নিত্য কর মাতৃপূজা কহিলাম সার।
শুধুমাত্র একদিন মা দিবস নয়,
প্রতিদিন মা দিবস জানিহ নিশ্চয়।

মন দিয়া শুন সবে আমার বচন,
মাতৃপূজা কর ধরি মায়ের চরণ।
মাতৃভক্তি আছে যার নাহি তার ভয়,
মায়ের আশীষে হয় সর্বস্থানে জয়।

নিত্য মাতৃপূজা কর মায়ের নন্দন,
অনায়াসে পাবে স্বর্গ কহেন লক্ষ্মণ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৫-২০২০ | ১৮:৩৮ |

    এ জগতে সবচেয়ে মধুরতম শব্দ মা। এ ছোট্ট নামেই সব মমতার মধু মাখা। মা’র ভালোবাসাই কেবল এজগতে নিকষিত হেমের মত নিখাদ অকৃত্রিম, বুক ঝিম করা প্রতিদানহীন। কোনো উপমা, উপেক্ষা, সংজ্ঞায় মায়ের ভালোবাসার পরিধি আকার, আয়তন ও গভীরতাকে ছুঁতে পারেনি।

    নিত্য মাতৃপূজা কর মায়ের নন্দন,
    অনায়াসে পাবে স্বর্গ কহেন লক্ষ্মণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১০-০৫-২০২০ | ১৯:৪৮ |

    http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifপৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর । 

    GD Star Rating
    loading...
  3. ইসিয়াক : ১৩-০৫-২০২০ | ১৭:২৪ |

    মায়ের মতন আপন কেহ নাই।

    চমৎকার পোষ্টে ভালো লাগা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...