গোলাপ মঞ্জুরীর গোপন আহ্বানে……………..
তোমাকেই ঘিরে আবর্তিত অস্পষ্ট আলপনা
ভালবাসার সাঁঝে ললাটে সূর্য শ্রান্ত নদীর জলে
গোধূলী রঙের শাড়ী পড়ে আমি ছুটে চলি অফুরন্ত দিগন্তের মাঝে,
রাতের অন্ধকারে যেন ষোড়শী যৌবন ছটফটে মন আমায় তাড়া করে তোমারই ভালোবাসার আহ্বানে,
তোমার একটু ছোঁয়ায় দুরন্ত প্রবাহে যাই হারিয়ে,
বৃষ্টিতে শাড়ি ভিজে একাকার এক লহমায়
সৃষ্টি হয় কাব্যরস তখন আমার,
প্রষ্ফুটিত হয় গোলাপ মঞ্জুরীর গোপন আহ্বানে
ছন্দে গন্ধে প্রাণের সঞ্চার হয় নতুন মাত্রায় ষোড়শী যৌবনে,
ওষ্ঠে যখন টলমল জলের ফোঁটায় আকাঙ্ক্ষা বাড়ে তখন চুম্বনের,
তান্ডবে জাগে ঘনিষ্ঠতার প্রণয়
কাঁপন তোমার নিঃশ্বাসে,
ঝড় আমার বুকে দেহের উপেক্ষিত স্পর্শহীন ভাঁজে ভাঁজে
অনাবিষ্কৃত হয় গোপন রহস্য আমার হৃদয় জুড়ে,
শিশিরের মাঝে আবেগের আলোকিত উচ্ছ্বাস
বেপরোয়া প্রেমের নেশায় কামনার আগুনে ঝলসিত,
মুগ্ধ জোৎস্না ছুঁয়ে বাসনার সীমানা পেরিয়ে চাঁদের আলোয় ভাসে সকল সুখ,
লজ্জারাঙা উপলব্ধি যেন অস্থিমজ্জ্বায়,
ভোরের স্নিগ্ধতায় ভালবাসার গবেষণায় কবিতার প্রেরণায় তুমি আমার একান্ত আমারই……………
— ফারজানা শারমিন
০৪ – ০৫ – ২০২০ইং
loading...
loading...
কবিতা শব্দ এবং প্রচ্ছদ বরাবরই আপনার কবিতার অন্যতম আকর্ষণীয় একটি দিক। অভিনন্দন কবি ফারজানা শারমিন মৌসুমী। শুভ সন্ধ্যা।
loading...
অসংখ্য ধন্যবাদ আপনাকে…………………
loading...
দারুণ লেখা । ভালো থাকুন।
loading...
ধন্যবাদ আপনাকে
loading...
সমস্যা হচ্ছে সংযুক্ত ছবিটা কবিতা থেকে মন ফিরিয়ে নিচ্ছে, কৌশলটা আমার কাছে কবিসুলভ মনে হয়নি। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
loading...
আপনার কাছে কেমন লাগছে তা আমার কিছু যায় আসেনা। ভালো লাগেনা ignore করবেন………….
loading...
ওত সুন্দর একটা ছবি কি করে ignore করি বলুনতো!
loading...
অনুপম কথায় মুগ্ধকর লেখা।
শুভেচ্ছা জানবেন
loading...
ধন্যবাদ আপনাকে……………..
loading...