মানুষের হোক জয়

টুকটুকে লাল শাড়ি পড়েছো কেন?
তুমি যেনো কনে বউ মুখ লুকানো।

আমায় দেখে কি তবে এত লাজ এলো?
এবার না হয় লাজ ভুলে মুখটা তোল।

পুরানো প্রেম এসো তবে নেই ঝালিয়ে।
প্রেম দিয়ে দুঃখ যত দাও ভুলিয়ে।

ফুটেছে ফুল দেখো কানন ভরে।
গাছে পাখি গাইছে গান মহাসরবে।

মানুষগুলো শুধু আজ ঘরবন্দী।
বাইরে যাবার ছুতোয় নানা ফন্দি।

চেয়ে দেখো পৃথিবী বড় মোহময়।
দুর হোক মহামারি মানুষের হোক জয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৪-০৫-২০২০ | ১৪:০৭ |

    Excellent 

    GD Star Rating
    loading...