অশ্রু আর বিষাদে ভরা আজ সারা পৃথিবী;
পৃথিবীর বারান্দা জুড়ে শুধু ভয় আর ভীতি
জাতি ধর্ম বর্ণ মিলে মিশে গড়েছে সম্প্রীতি।
সারা পৃথিবীটাই আজ হয়ে আছে গৃহবন্দী;
ভুলে গেছে সবাই আজ কে কার প্রতিদ্বন্দ্বী
প্রত্যেকে নিজের ঘরের কন্ডেম সেলে বন্দী।
সাহস আর ক্ষমতার নেই কোনই বাহাদুরী;
মৃত্যুর ভয়ে ভীত আজ পৃথিবীর সব নগরী
প্রতিটি ঘরই আজ একটা করে জেলবাড়ি।
পৃথিবীর প্রচ্ছদ জুড়ে আজ মৃত্যুর উল্লাস;
নতুন মলাটে পুরনো পৃথিবীটার সিলেবাস
প্রতিটি সিলিং এ বন্দী অনাহারী দীর্ঘশ্বাস।
আজ নেই পরিবেশ দূষণ ; নেই শব্দ দূষণ;
নেই কোন বিশ্বনেতা ;নেত্রীর বেহুদা ভাষণ
নেই মোড়ল দেশের শাসন কিম্বা নির্যাতন।
লাগামহীন ঘোরার মতো ছুটে চলার বিশ্বে;
আজ সবাই ভুলে গেছে কার ব্যস্ততা কিসে
তবুও স্বপ্ন এ বিশ্ব ফিরবেই চিরচেনা দৃশ্যে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালো লিখেছেন কবি কাজী জুবেরি মোস্তাক। পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকুন।
loading...
এই বগ্লে মন্তব্য করলে কয়েকজন লোক প্রতিউত্তর দেয়। সবাই কেন জবাব দেয় না জানি না ।
loading...
ধন্যবাদ মুরুব্বী । আপনারাও ভালো থাকুন নিরাপদে থাকুন
loading...
দুর্দান্ত প্রকাশ।
loading...
আপনার আন্তরিক মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত ধন্যবাদ প্রিয়জন
loading...