এক মধুরিম প্রণয়...

কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ের আয়না
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের জোছনা,
যে পবিত্র প্রণয়ে জীবন গেছে জড়িয়ে সেই মর্মে
না ধরে রাখতে পারি, না মিলে কোনো মুক্তির পথ,
শুধুই চিরদহন নিয়ে বুকে দিবা নিশি,
বাঁচি পুনরায় আবার মরি,
তীর যেন নিজেই করে যায় ভাঙনের আমন্ত্রণ,
জীবন করে বারে বারে মৃত্যু বরণ,
সদ্য জখমের উপরে রেখে গেছো কিছু সুরভিত স্পর্শ,
শুধু আরশির বুকে রয়ে যায় কিছু মধুর স্মৃতি
গোপনীয় মুহূর্তের নগ্নতা পরস্পরের এক মধুরিম প্রণয়,
ভালবাসার নদী রইলো চিরদিনই গভীর
শুধুই শ্রাবণের ধারা ঝরেছে দেহ ও প্রাণে সমান ভাবে,
তবু ও অদৃশ্য দহন জেগে রয় যেন অন্তরে,
জানা সত্তেও প্রেমের ফুলদানি কাঁচে গড়া যে কোনো সময় যাবে ভেঙ্গে,
তথাপি হৃদয় জড়িয়ে রয় তাকে অহর্নিশ বুকে,
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে হেঁটে চলেছি জানি না কোথায়,
কিসের সন্ধানে হৃদয় জ্বলে কিসের দহনে কুয়াশায় ভরা পথে,
কোন মোহ মায়ায় ধেয়ে যায় জীবন মৃগয়ার মুখে,
সিক্ত অধরে থেমে আছে আগত ঝড় অপ্রত্যাশিত,
শব্দহীন অনুভূতির অশনি সংকেত
যেন রাতে যাবে ভেসে অশ্রুজলের মহা প্লাবনে,
এ কেমন হারিয়ে তাঁকে খুঁজে পাওয়া
চিরদিনই এক অতৃপ্ত অভিলাষ
কমল কুঞ্জে চাঁদের আলোর সঙ্গে একে অপরের বাস ।

— ফারজানা শারমিন
২০ – ০৪ – ২০ ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৪-২০২০ | ১১:২১ |

    "শুধু আরশির বুকে রয়ে যায় কিছু মধুর স্মৃতি …
    গোপনীয় মুহূর্তের নগ্নতা; পরস্পরের এক মধুরিম প্রণয়।"

    কবিতা এবং প্রচ্ছদ সুন্দর হয়েছে কবি ফারজানা শারমিন মৌসুমী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২১-০৪-২০২০ | ১৪:৩২ |

    Beautiful pome 

    GD Star Rating
    loading...
  3. তুহিন সরকার : ২৯-০৪-২০২০ | ৯:৫৫ |

    প্রণয় অনুভুতিগুলো জেগে থাক অপ্রত্যাশিত ভালোবাসায়……..

    GD Star Rating
    loading...