কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ের আয়না
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের জোছনা,
যে পবিত্র প্রণয়ে জীবন গেছে জড়িয়ে সেই মর্মে
না ধরে রাখতে পারি, না মিলে কোনো মুক্তির পথ,
শুধুই চিরদহন নিয়ে বুকে দিবা নিশি,
বাঁচি পুনরায় আবার মরি,
তীর যেন নিজেই করে যায় ভাঙনের আমন্ত্রণ,
জীবন করে বারে বারে মৃত্যু বরণ,
সদ্য জখমের উপরে রেখে গেছো কিছু সুরভিত স্পর্শ,
শুধু আরশির বুকে রয়ে যায় কিছু মধুর স্মৃতি
গোপনীয় মুহূর্তের নগ্নতা পরস্পরের এক মধুরিম প্রণয়,
ভালবাসার নদী রইলো চিরদিনই গভীর
শুধুই শ্রাবণের ধারা ঝরেছে দেহ ও প্রাণে সমান ভাবে,
তবু ও অদৃশ্য দহন জেগে রয় যেন অন্তরে,
জানা সত্তেও প্রেমের ফুলদানি কাঁচে গড়া যে কোনো সময় যাবে ভেঙ্গে,
তথাপি হৃদয় জড়িয়ে রয় তাকে অহর্নিশ বুকে,
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে হেঁটে চলেছি জানি না কোথায়,
কিসের সন্ধানে হৃদয় জ্বলে কিসের দহনে কুয়াশায় ভরা পথে,
কোন মোহ মায়ায় ধেয়ে যায় জীবন মৃগয়ার মুখে,
সিক্ত অধরে থেমে আছে আগত ঝড় অপ্রত্যাশিত,
শব্দহীন অনুভূতির অশনি সংকেত
যেন রাতে যাবে ভেসে অশ্রুজলের মহা প্লাবনে,
এ কেমন হারিয়ে তাঁকে খুঁজে পাওয়া
চিরদিনই এক অতৃপ্ত অভিলাষ
কমল কুঞ্জে চাঁদের আলোর সঙ্গে একে অপরের বাস ।
— ফারজানা শারমিন
২০ – ০৪ – ২০ ইং
loading...
loading...
"শুধু আরশির বুকে রয়ে যায় কিছু মধুর স্মৃতি …
গোপনীয় মুহূর্তের নগ্নতা; পরস্পরের এক মধুরিম প্রণয়।"
কবিতা এবং প্রচ্ছদ সুন্দর হয়েছে কবি ফারজানা শারমিন মৌসুমী।
loading...
অসংখ্য ধন্যবাদ………………
loading...
Beautiful pome
loading...
Thanks…………
loading...
প্রণয় অনুভুতিগুলো জেগে থাক অপ্রত্যাশিত ভালোবাসায়……..
loading...
ধন্যবাদ আপনাকে
loading...