তোমার দেহ তোমার প্রাণ
যা ইচ্ছে তাই করবা
ইচ্ছে হলে বাঁচবা তুমি
ইচ্ছে হলেই মরবা।
তোমার যদি মনে চায়
গলায় লাগাও ফাঁসী
লাইভে এসে দেখাও তুমি
দেখবো মুচকি হাসি।
যত ইচ্ছা কুড়াল মারো
তুমি তোমার পায়
এই কুড়ালের আচড় যেনো
না লাগে কেউর গায়।
তোমার জন্য হয়না যেনো
অন্য লোকের ক্ষতি
সীমাবদ্ধ রাখোরে ভাই
তোমার চলার গতি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'চলো একসাথে দূরে থাকি বিশ্বাসে কাছাকাছি, দূরেদূরে কাছে থেকে, দেশটাকে ভালো রাখি।' ___ অনেক অনেক শুভেচ্ছা কবি বন্ধু সৈয়দ হিলাল সাইফ। নিরাপদে থাকুন।
loading...
ভালো লাগলো লেখা। সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ ।
loading...