অতঃপর তাহারা দীর্ঘ কলহে লিপ্ত হলো হোম কোয়রেন্টাইনের দিনে

-এ্যঁই শোন।
-কি?
-করোনা।
-কি করোনা?
-বলছি দুষ্টুমি করোনা।
-ও!
-হতাশ হলে?
-আমি ভেবেছিলাম অন্য কিছু।
-তোমার তো খালি ওইসব চিন্তা। ফাজিল।
-তুমিই দেখছি একটা আস্ত করোনা ভাইরাস।
-চুপ! একদম অপমান করার চেষ্টা করবে না।
-এখন তো হাত ধরলেও চমকে ওঠো।
-চমকাবো না বলছো। বিড়ি খেতে যেভাবে বাইরে যাচ্ছো। বুনো কোথাকার।
-বিড়ি খেতে গেলেই করোনায় ধররে, কোথায় পাইছো এসব?
-ধরবে না। গণ্ড মুর্খ। পুলিশে চোখে দেখে না কেন, ধরে দুচার ঘা কষিয়ে দিলেই বুঝবা,
হুহ, করোনা কাহাকে বলে।
-তুমি তো বলেছিলে পিয়ারী, যাই হোক না কেন সুখেদুঃখে চিরকাল পাশে থাকবে।
-হুহ পেয়ারী! ঠেলার নাম বাবাজী। প্রতিশ্রুতিটা একটু এডিট করতে হবে।
-প্রতিশ্রুতি এডিট?
-হু, করোনায় ধরলে সুখে দুঃখে পাশে থাকতে পারবো না।এটা কিন্তু আগে থেকে বলে রাখছি।
-মিথ্যাবাদী, বেইমান।
-তুমি মিথ্যাবাদী, তুমি বেইমান।……………….।
অতঃপর তাহারা দীর্ঘ কলহে লিপ্ত হলো। আসলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৪-২০২০ | ৮:৫২ |

    অতঃপর তাহাদের এই দীর্ঘ কলহের কাহিনী যে ঘরে ঘরে তৈরী হচ্ছে সেটা বাইরে বেরুলে সহজে বুঝে নেয়া যায়। … তারপরও চাই ঘরে ঘরে শান্তি বিরাজ করুক। Smile

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৩-০৪-২০২০ | ৯:০৮ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifকমনীয় ভাবনা। 

    GD Star Rating
    loading...