বসন্ত এসে গেছে,
বাদাড়ে ফুটেছে ফুল।
পাখীরা গাইছে গান মহা অনুরঁজনে,
তোমায় কিন্তু দারুণ দেখাচ্ছে প্রিয়া!
অঙ্গে জড়িয়েছো বাসন্তী রঙ শাড়ী।
কপালে দিয়েছো টিপ, খোঁপায় পরেছো ফুল।
আমি যদি ফুল হতাম তবে বেশ হতো।
তোমার খোঁপায়,তোমার নিঃশ্বাসের
খুব কাছাকাছি থাকতাম অহর্নিশ।
কিম্বা তোমার কন্ঠের হতাম যদি অনুবর্তিতা,
থাকতাম তোমার হৃদয়ের কাছাকাছি।
আবার তোমার কপালের টিপ হলেও বেশ হতো,
লাল টিপ আমার খুব প্রিয়,
আর নীলা নামের মেয়ে ও..।
যাক সে যাক, এখন হাতটা ধরেছো,
এতেই আমি খুশী।
আরো ধরো শক্ত করে,
সাদাকালো স্বপ্নকে এসো রঙিন করি বাসন্তী ছোঁয়াতে।
নগ্ন প্রকৃতিতে এসো নগ্ন পায়ে হেঁটে চলি
বাসন্তী আবাহনে।
নব আনন্দে ,নেচেনেচে হেসে দুলে দুলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সাদাকালো স্বপ্নকে এসো রঙিন করি বাসন্তী ছোঁয়াতে।
নগ্ন প্রকৃতিতে এসো নগ্ন পায়ে হেঁটে চলি
বাসন্তী আবাহনে। ___ চমৎকার আবাহনে বাসন্তিক শুভেচ্ছা কবি।
loading...
সহজ,সরল, সুন্দর লেখনী।
loading...