ঘুড়ি

নাটাই সুতো নাটাই সুতো,
আকাশ জুড়ে ঘুড়ি।
শূন্যর বুকে নীলের মাঝে,
রঙের ছড়াছড়ি।

অলস দুপুর অঁচল জুড়ে,
উড়ছে ঘুড়ির ঝাক।
লেজগুলো নাড়ছে বেশ,
একেবারে ঠিকঠাক।

হরেক বাহার হরেক রকম,
স্বতন্ত্র তাদের সাজ।
বাক্স ঘুড়ি চিল ঘুড়ি,
নানান কারুকাজ।

বাতাস যখন উঠলো ছুটে,
ঘুড়িরা ছুটলো ধায়।
রঙবেরঙের ঘুড়ির সাজ,
জাঁকাল দেখতে হয়।

খোকা টানে ঘুড়ির সুতো,
বাতাস বুঝে বুঝে।
কেটে গেলে পালাবে ছুটে,
পাবে না আর খুঁজে ।

তাইতো খোকা দক্ষ হাতে,
সুতো ধরেছে টেনে।
কেটে গেলে যাবে হারিয়ে,
অজানা অচিনে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০২-২০২০ | ১৪:১৮ |

    শূন্যর বুকে নীলের মাঝে, রঙের ছড়াছড়ি। খোকা এবং পদ্য লিখক দুজনের জন্যই শুভেচ্ছা। Smile

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০১-০২-২০২০ | ১৯:৫০ |

    মুগ্ধকর উপস্থাপন, প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।

    GD Star Rating
    loading...