আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা) বর্ষশেষের কবিতা -১

আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -১

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সময়ের কাঁটা ঘোষিছে চৌদিকে,
শোন বিশ্ববাসীগণ;
পুরাতন বর্ষ যাবে চলে শেষে,
নববর্ষের আগমন।

বর্তমান বর্ষ যাবে কেটে
আর কয়দিন পরে,
পুরাতন বর্ষ লবে বিদায়,
সময়ের হাত ধরে।

দেয়ালে টাঙানো ক্যালেণ্ডারে
লাস্যময়ী এক ছবি,
কপালেতে তার শোভিছে যে টিপ,
ঠিক যেন ভোরের রবি।

হাসিভরা মুখ সয়েছে সুখ দুখ,
বিষাদে আজি মলিন,
আর কিছুদিন গত হলে তার
ঠাঁই হবে ডাস্ট-বিন।

সযতনে রাখা ফুলদানি সব,
শুধু মনে মনে ভাবে;
সব কিছুর স্মৃতি মন থেকে
চিরতরে মুছে যাবে।

এইভাবে হয়ে গেছে পার,
বহু পুরাতন বর্ষ,
বিদায় বেলায়, হারায় হেলায়,
সবাকার সংস্পর্শ।

স্মৃতির আয়নায় ধুয়ে মুছে যায়
পুরোনো দিনের স্মৃতি,
মনের গভীরে বেজে উঠে সুরে
বর্ষের বিদায় গীতি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ইসিয়াক : ২৮-১২-২০১৯ | ১৩:৩২ |

    চমৎকার।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৯-১২-২০১৯ | ১০:৪৭ |

    সযতনে রাখা ফুলদানি সব,
    শুধু মনে মনে ভাবে;
    সব কিছুর স্মৃতি মন থেকে
    চিরতরে মুছে যাবে।

    তারপরও আমাদের ভালো থাকতে হবে। অন্তত ভালো থাকার চেষ্টা করতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...