সত্যের হাতে গড়া এই পৃথিবী এখন মিথ্যার দখলে,
অবাঞ্চিত হয়ে পৃথিবীতে বেচে আছে ’সত্য’……।
অভিধানে বিপরীত শব্দ হিসাবে কোন রকমে টিকে থাকতে হয় তাই বোধহয়!
সেই হিসাবে হাজিরা খাতায় নাম আছে কিন্তু গুরুত্ব নেই যাকে বলে !
পদচিহ্ন আছে, পদ রেখা অনুসরণের কোন কর্ম নেই।
যেমনটি…
স্বাধীনতা আছে কিন্তু বাক স্বাধীনতা হরণ করা হয়েছে সুকৌশলে।
সত্যকথনের সুযোগ তো দূরে থাক!
কলঙ্কিত যাপিত জীবনের প্রক্রিয়া দিন দিন দীর্ঘায়িত হচ্ছে ……..।
সেই সাথে মিথ্যার মেদ ভূঁড়ি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফুলে ফেঁপে উঠছে
পেঁয়াজের দরের মতো।
আপাতদৃষ্টিতে দেখা না গেলেও মগজ ধীরে ধীরে ছোট আর বুদ্ধিটা হচ্ছে মোটা।
প্রতিপলে দৈহিক সুখের লালসা, অতি চাহিদার অগ্নি
আর স্থাবর অস্থাবর সম্পদের ভাবনায় কেটে যাচ্ছে দিন, গুটি কয়েক মানুষের।
ফলে এর দায় মেটাতে হচ্ছে সাধারণ মানুষকে……।
প্রায় প্রতিটি মানুষের জন্য অলিখিত ভয় আজ নিত্য সঙ্গী।
চুপ চুপ চুপকথার রূপকথার জালে বন্দী যেন সবাই।
সৎ স্বত্তার পরাজয় আর অমানুষিক, অমানবিক,
অবিবেচক মিথ্যুক মানুষের জয়ধ্বনিতে চলছে এ দেশ।
বর্তমান প্রহর ক্ষণ, সময়, যাপিত নিশি, মধুর স্বপন,
উষ্ণ সকাল, দিনমণির কিরণের বিচ্ছুরণেও মিথ্যার জয় ধ্বনি উঠছে নামছে।
সারাটা সময়।
মিথ্যার জিৎ আর সত্যের পরাজয় মঞ্চস্থ হয়েছে, হচ্ছে এ দেশের প্রতিটি প্রাঙ্গণে।
বর্তমান সমাজের অলিতেগলিতে
গরিব বোকা মানুষগুলি অন্য এক মোহে ছুটছে,
মিথ্যা দ্বারা যাপিত জীবনে সুখ খোঁজার আশায়।
মনে হচ্ছে পৃথিবী তার আলোর জগত অন্ধকারে আগ্রাসনে তলিয়ে নেয়ার প্রতিযোগীতায় নেমেছে।
মহাপ্রভুকে অধিকার করে নিয়েছে মিথ্যার দানব।
নিশ্চয় সে ঘুষ খেতে শুরু করেছে …..
আর মানুষগুলি ক্রমশ পাক খেয়ে চলছেই তো চলছে ……।
ঘোর লাগা মরীচিকার মতো।
মুক্তির আশায়।
loading...
loading...
তাইতো দেখছি চারদিক। নিজের স্বার্থের ধান্ধায় অনেকেরই রাতের ঘুম হারাম হচ্ছে।
loading...
ঠিক তাই একমুখী চিন্তা ধারা মানুষকে বিপথে ঠেলে দিচ্ছে………
loading...
স্বাধীনতা আছে কিন্তু বাক স্বাধীনতা হরণ করা হয়েছে সুকৌশলে। সত্য উচ্চারণ।
loading...
কঠিন সময় পার করছে জাতি । ধন্যবাদ
loading...
কবিতায় ভীষণ বাস্তবতা কবি ইসিয়াক ভাই।
loading...
সুমন ভাই অনেক ধন্যবাদ রইলো
loading...
গরিব বোকা মানুষগুলি অন্য এক মোহে ছুটছে,
মিথ্যা দ্বারা যাপিত জীবনে সুখ খোঁজার আশায়।
* এ এক নিদারুণ বাস্তবতা….


loading...
ধন্যবাদ
loading...
সত্য সুন্দর।
loading...
সত্য সবসময় সুন্দর
loading...
বর্তমান প্রহর ক্ষণ, সময়, যাপিত নিশি, মধুর স্বপন,
উষ্ণ সকাল, দিনমণির কিরণের বিচ্ছুরণেও মিথ্যার জয় ধ্বনি উঠছে নামছে।
loading...
ঠিক তাই ভাইয়া ।
শুভরাত্রি
loading...
সুন্দর লিখেছেন প্রিয় কবি দা। শুভেচ্ছা।
loading...
অনেক ধন্যবাদ কবি দিদি
loading...