সন্ধ্যার আহ্বানে আলো-আঁধারি রাতে
আমার চেতনার জগৎ মিতালিতে বসে অধরার সাথে
লোকালয় থেকে দূরে মালয় সাগরের ওপারে বিমূর্ত নগরিতে
প্রতীক্ষার প্রহর গুণে প্রেয়সি মধুর আলিঙ্গনের স্বপ্নতে।
আমি চিতা বাঘের চেয়ে ক্ষিপ্র গতিতে ছুটে চলি
তোমার লোকালয় মিথ্যে বৈভব নশ্বর পৃথিবী দিয়ে জলাঞ্জলি
আমার চেতনার রঙ আরো উজ্জ্বল হয় সুন্দরের আশায়
হিংস্র দানবের আস্ফালনে চেয়ে গেছে এই বসুন্ধরায়।
আমি ছুটছি মুক্তির নেশায়, আমি ছুটছি আনন্দ ভোগের আশায়
আমার স্বপ্নের রাজ্যে ডানাকাটা পরীরা করেনা মিথ্যা অভিনয়
স্বার্থের টানে হটে না পিছু, তোমার অপার ভালোবাসায় এঁকে পদ চিহ্ন!
হৃদয়ে স্বচ্ছ দর্পণে আঁকে আমারই প্রিয় মুখখানি; থাকে না আর কিছু, ভালোবাসা ভিন্ন।
যন্ত্রের কোলাহল ছেড়ে, বিত্ত-বৈভবের অদম্য নেশা পেছনে ফেলে
বন্ধু, একবার অতিথি হও; শ্যামলিমার মধুর কোলাহলে
দেখবে সেথায় বিহঙ্গ ডাকিছে তোমায় পরম মমতা ভরে
অলিদের মধুর গুঞ্জনে অপ্রাপ্তির বেদনা ভুলে মজেছ সুরে সুরে।
loading...
loading...
“হিংস্র দানবের আস্ফালনে ছেঁয়ে গেছে বসুন্ধরা। তোমার অপার ভালোবাসায় এঁকে পদ চিহ্ন! হৃদয়ে স্বচ্ছ দর্পণে আঁকি প্রিয় মুখখানি; থাকে না আর কিছু, ভালোবাসা ভিন্ন।” অসাধারণ স্যার।
loading...
* অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী….
loading...
সকালে ঘুম থেকে উঠে আপনার লেখা কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেল। তাই শুভ সকালের শুভেচ্ছা জানালাম। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দাদা।
loading...
* প্রিয় কবি দাদা, অনেক অনেক ধন্যবাদ….
loading...
কবিতাটি অনেক সুন্দর হয়েছে কবি দিলওয়ার হুসাইন ভাই। অভিনন্দন।
loading...
* প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ….
loading...
"যন্ত্রের কোলাহল ছেড়ে, বিত্ত-বৈভবের অদম্য নেশা পেছনে ফেলে
বন্ধু, একবার অতিথি হও; শ্যামলিমার মধুর কোলাহলে
দেখবে সেথায় বিহঙ্গ ডাকিছে তোমায় পরম মমতা ভরে
অলিদের মধুর গুঞ্জনে অপ্রাপ্তির বেদনা ভুলে মজেছ সুরে সুরে।"
loading...
*


loading...