ভাইয়ের রক্তে ভাইফোঁটা দীপাবলী সংকলন-১৪২৬

বোনের কিডনি দিয়ে ভাইফোঁটা
তথ্যসংগ্রহ ও সম্পাদনা – লক্ষ্মণ ভাণ্ডারী।

ভাইয়ের জন্য ক’জন বোন এমন ‘যমের দুয়ারে কাঁটা’ দিতে পারেন!
আয়ু বাড়াতে ভাইয়ের কপালে ঘি, চন্দনের ফোঁটা দেন বোনেরা। সেই উৎসবই ভাইফোঁটা। মঙ্গলবার রাজ্যের ঘরে-ঘরে ভাইদের কপালে এমন ফোঁটা দিয়ে যখন দীর্ঘায়ুর কামনা করছিলেন বোনেরা, তখন ইএম বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের হাসপাতালের অপারেশন থিয়েটারে দাদার জন্য আক্ষরিক অর্থেই ‘যমের দুয়ারে কাঁটা’ দিয়েছেন মধ্যমগ্রাম সাজিরহাটের বাসিন্দা বেবি মুখোপাধ্যায়।
কী ভাবে?
বেবির দাদা বছর পঁয়তাল্লিশের বাপি বন্দ্যোপাধ্যায়ের দু’টি কিডনি বিকল হয়ে পড়েছিল। প্রাণ বাঁচাতে দাদাকে নিজের একটি কিডনি দান করেছেন বেবি। এ বার বোনের কিডনি শরীরে নিয়েই নতুন করে জীবন ফিরে পাওয়ার পথে এগোচ্ছেন বাপিবাবু।
ডাক্তাররাই হেসে বলছেন, উৎসবের ভাইফোঁটা থেকে এই ‘ভাইফোঁটা’ কীসে কম!
চলতি বছরের মে মাসে আচমকাই বাপিবাবুর দু’টি কি়ডনিতেই সমস্যা ধরা পড়ে। কিডনির সমস্যা চরমে ওঠায় প্রতিস্থাপনই একমাত্র উপায় বলে জানিয়ে দেন বিশেষজ্ঞ-চিকিৎসকেরা। নিউ ব্যারাকপুরের বাসিন্দা বেসরকারি চাকুরে বাপিবাবুর বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং কন্যাসন্তান। কিডনি বিকল হয়ে যাওয়ার কথা শুনে স্বাভাবিক ভাবেই মাথায় যেন আকাশ ভেঙে প়ড়েছিল তাঁদের।
বাপিবাবুর স্ত্রী দীপান্বিতা বন্দ্যোপাধ্যায় জানান, দাদার এমন অবস্থা শুনেই কিডনি দানে এগিয়ে আসেন তাঁর থেকে দু’ বছরের বোন। দু’জনেরই রক্তের গ্রুপ ‘ও-পজিটিভ’। ফলে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও কিডনি প্রতিস্থাপনে কোনও সমস্যা ছিল না। বেশ কয়েক বার তারিখ অদলবদল করে শেষমেশ অস্ত্রোপচারের দিন স্থির করেন চিকিৎসক। তবে সেটাই যে ভাইফোঁটার দিন, তা কারও খেয়াল ছিল না। বাপিবাবুর স্ত্রী দীপান্বিতা এবং বেবির স্বামী অলীক মুখোপাধ্যায় দু’জনেই বলছেন, কী ভাবে যেন দিনটা মিলে গেল! দীপান্বিতার কথায়, ‘‘তখন যা টেনশনে ছিলাম, এ সব কথা মাথাতেই আসেনি। অপারেশনের পরে খেয়াল হল, দিনটা তো ভাইফোঁটার।’’
মঙ্গলবার ভাইফোঁটার দিন ইএম বাইপাসের কাছে মুকুন্দপুরের ওই হাসপাতালে নেফ্রোলজিস্ট প্রতীক দাস এবং দুই ইউরোলজিস্ট তাপস সাহা ও সুরেশ বাজোরিয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দল বোনের শরীর থেকে দাদার শরীরে কি়ডনি প্রতিস্থাপন করেছেন। বাপিবাবু এখন আইসিইউয়ে রয়েছেন। বোন আইটিইউয়ে চিকিৎসাধীন। বুধবার আইটিইউয়ে শুয়েই বেবি তাঁর বৌদিকে শুধু বলেছেন, ‘‘দাদার জন্য কিডনি দিয়ে আমার খুব আনন্দ হচ্ছে।’’
পরিবহণ দফতরের কর্মী বেবির বাড়িতে স্বামী ও অষ্টম শ্রেণির পড়ুয়া ছেলে রয়েছে। এ দিন হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই স্বামী অলীকবাবু জানান, তাঁর স্ত্রী নিজের দাদাকে কিডনি দান করবেন, এটা জানার পর কোনও আপত্তি করেননি তিনি। বরং স্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন। শুধু চিন্তা ছিল কঠিন এই অস্ত্রোপচার নিয়ে।
চিকিৎসক দলের প্রধান প্রতীক দাস এ দিন জানিয়েছেন, প্রতিস্থাপন সফল ভাবেই হয়েছে। দু’জনকেই পর্যবেক্ষণে রেখেছেন তাঁরা। বুধবার রাত পর্যন্ত কারও শরীরে সমস্যা দেখা যায়নি। ওই চিকিৎসক বলেন, ‘‘বোনের কিডনি আগেও ভাইয়ের শরীরে দেওয়া হয়েছে। কিন্তু ভাইফোঁটার দিনে এমন অপারেশন করিনি।

ভাইয়ের রক্তে ভাইফোঁটা
দীপাবলী সংকলন-১৪২৬

কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অশ্রু ঝরানো ভাইফোঁটা আজ বাংলার ঘরে ঘরে,
ছিন্ন হয়েছে স্নেহের বন্ধন দুই নয়নে অশ্রু ঝরে।
সংসারে আজ অশান্তির ঝড় ভেঙেছে খেলাঘর,
অশান্তিতে জ্বলেপুড়ে মরে ভাই বোন আজ পর।

ভাইবোনে মিল নেই আজ ভাই নাহি চেনে বোন,
খবর রাখেনা কেহ কারো করে নাকো কভু ফোন।
আত্ম কলহে মেতে ভাইবোন জ্বলে পুড়ে হিংসায়,
পাড়াপ্রতিবেশী মুখ টিপে হাসে করে না হায় হায়।

বর্ষে বর্ষে ভাইফোঁটা আসে, আসে নাকো কভু ভাই,
বোনের দুচোখে অশ্রুজল ঝরে ভাই বুঝি তার নাই।
হাসির চেয়ে কান্না যে দামী আজকের ভাইফোঁটায়,
হিসাব রাখি না আজও কারা কাঁদে নিষ্ঠুর দুনিয়ায়।

কবিতার পাতায় বিদ্রোহ আজ বিদ্রোহিনী বোন কাঁদে,
ঠকে শেখো বোন বিদ্রোহ করো পড়ো না কভু ফাঁদে।
গর্জে উঠুক বোনেরা সবাই মুছে ফেলুক ভ্রাতৃত্ববোধ,
ভাইয়ের রক্তে ভাইফোঁটা দিয়ে নিতে হবে প্রতিশোধ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-১০-২০১৯ | ১৬:৫৯ |

    হাসির চেয়ে কান্না যে দামী আজকের ভাইফোঁটায়,
    হিসাব রাখি না আজও কারা কাঁদে নিষ্ঠুর দুনিয়ায়।

    শুভেচ্ছা রাখি সেই বোনের জন্য যে কিনা ভাইয়ের জীবন বাঁচাতে অঙ্গ দান করেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ৩১-১০-২০১৯ | ১৭:০৫ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      সাথে থাকুন। জয়গুরু।

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ৩০-১০-২০১৯ | ১৮:৫৯ |

    বর্ষে বর্ষে ভাইফোঁটা আসে, আসে নাকো কভু ভাই,
    বোনের দুচোখে অশ্রুজল ঝরে ভাই বুঝি তার নাই।
    হাসির চেয়ে কান্না যে দামী আজকের ভাইফোঁটায়,
    হিসাব রাখি না আজও কারা কাঁদে নিষ্ঠুর দুনিয়ায়।

    অনেক সুন্দর লিখেছেন কবি ভাণ্ডারী দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ৩১-১০-২০১৯ | ১৭:০৫ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      সাথে থাকুন। জয়গুরু।

      GD Star Rating
      loading...
  3. সাজিয়া আফরিন : ৩০-১০-২০১৯ | ২০:৫৩ |

    ঘটনা এবং কবিতায় মুগ্ধ হলাম কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ৩১-১০-২০১৯ | ১৭:০৬ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      সাথে থাকুন। জয়গুরু।

      GD Star Rating
      loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ৩০-১০-২০১৯ | ২১:৪৩ |

    ভাইয়ের রক্তে ভাইফোঁটা দীপাবলী। ভাই বোনের সম্পর্ক আজন্মকাল থাক অটুট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ৩১-১০-২০১৯ | ১৭:০৬ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      সাথে থাকুন। জয়গুরু।

      GD Star Rating
      loading...
  5. রিয়া রিয়া : ৩০-১০-২০১৯ | ২২:৫৩ |

    ভাইয়ের রক্তে ভাইফোঁটা দিয়ে নিতে হবে প্রতিশোধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ৩১-১০-২০১৯ | ১৭:০৭ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      সাথে থাকুন। জয়গুরু।

      GD Star Rating
      loading...
  6. শাকিলা তুবা : ৩০-১০-২০১৯ | ২৩:১১ |

    ভাই বোনের ভালোবাসার তুলনা হয়না। এই ভালোবাসা যেন না হারায়। 

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ৩১-১০-২০১৯ | ১৭:০৭ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
      সাথে থাকুন। জয়গুরু।

      GD Star Rating
      loading...