আমি স্বপ্ন বিলাসী…………..
গোধুলীর লাল আলোয় বিভাসিত পদ্মা নদীতে সূর্যাস্তের ছবি আমার মন টানে,
বিকেলের উদাসী আলোয় পাখিরা ঘরে ফিরে,
দিন শেষে রোদ্দুর ভাটিয়ালি সুর
আজকাল আমার স্মৃতিগুলো প্রজাপতির ডানায় ভেসে বেড়ায়,
আমি স্বপ্ন বিলাসী, সপ্ন ওড়াই সপ্নে ভাসি
আমার স্বপ্নগুলোর কোন লাগাম নেই ঠিকানা বিহীন
পেরিয়ে যায় আলোকবর্ষের সীমানা ছাড়িয়ে,
আমি স্বপ্নের দ্বার খুলে দিয়ে তার কথা ভাবি
স্বপ্নে জোছনায় তার হাত ধরে হাঁটি,
সে আমার প্রেম আমার সকল সুখের দিনরাত্রি
জীবনের সব লেনদেন সেরে স্মৃতিরা সব স্বপ্নে ফেরে,
স্বপ্ন গুলো বুকে সোনালী খাঁচায় আগলে রাখি,
শত কাজের মাঝেও আমি আবার একটা দিনের শেষ প্রহরের দিকে আনমনে চেয়ে থাকি,
ভালোবাসার মানুষ আসে কথা বলে মন প্রাণ উজার করে ভালোবেসে যায়,
গ্রীষ্ম হয়ে শরীরে উত্তাপ ছড়ায় বৃষ্টি হয়ে হৃদয় ছুঁয়ে যায়,
শরতের কাশফুল হয়ে শুভ্রতা ছড়ায়,
হেমন্তে শিষ দিয়ে দোলা দিয়ে যায়
শীতের উষ্ম পরশে ভালোবাসার চাদর হয়ে শরীরে জড়ায়
আমি স্বপ্ন বিলাসী, সপ্ন ওড়াই সপ্নে ভাসি
আমার স্বপ্নগুলোর কোন লাগাম নেই ঠিকানা বিহীন
পেরিয়ে যায় আলোকবর্ষের সীমানা ছাড়িয়ে,
ভোর হলে স্বপ্ন বাতাসের ঢেউয়ের মতো মিলিয়ে যায়,
যাবার আগে বলে যাও তুমি
তুমিই আমার অবাধ্য প্রেমের একমাত্র নারী প্রেমিকা জাফরানী মৌচাক………..
— ফারজানা শারমিন
২২ – ১০ – ২০১৯ ইং
loading...
loading...
"আবার একটা দিনের শেষ প্রহরের দিকে আনমনে চেয়ে থাকি,
ভালোবাসার মানুষ আসে কথা বলে মন প্রাণ উজার করে ভালোবেসে যাক।"
কবিতায় শুভেচ্ছা কবি ফারজানা শারমিন মৌসুমী। ব্লগিং হোক আনন্দের।
loading...
অসংখ্য ধন্যবাদ কবি…………..
loading...
আপনার কবিতার প্রচ্ছদ আর গাঁথুনি আমার কাছে বেশ লাগে আপা।
loading...
অসংখ্য ধন্যবাদ………
loading...
সুন্দর কবিতা আপা। আপনার সহ-ব্লগারদেরও যদি শুভেচ্ছা জানান, আমার মনে হয় আপনার পোস্টে পাঠক বাড়বে।
loading...
ভালোবাসাময় ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন।
loading...
অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি ভাই।
loading...
তুমিই আমার অবাধ্য প্রেমের একমাত্র নারী প্রেমিকা জাফরানী মৌচাক………..
* অসাধারণ ….


loading...
ভালোবাসার স্বপ্ন ছড়িয়ে যাক সীমানা পেরিয়ে।
loading...