চুরি নাকি হলো এক
ফেসবুক শহরে
মা কে চুরি করে ভাসে
পেঁয়াজের লহরে।
লেখালেখি করে নাকি
কবি হবে মস্ত
লিখতে না পারলেই
খুলে ফেলে বস্ত্র।
লিখে খুব বড়লোক
হয়েছেন কেউ কি!
লিখলেই ঘরে আসে
টাকাদের ঢেউ কি!
তবু জানি লিখলেই
লোকে করে পেন্নাম
বলে, “দেখ ইনি কবি
দেব দেবী এঁর নাম।”
তাই খোশমেজাজেই
নাম করি তুড়িতে,
লিখতে না পারলেও
ছাপা হয় চুরি তে।
চুরি হয় আকছার
সারদা বা কবিতায়,
আমি চুরি করলেই
দোষ ধরে সবে তায়!
যে যা বলে বলুকগে
আমি চুরি কর্বো,
বড় গলা করে ফের
চোর আমি ধর্বো।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চুরি হয় আকছার সারদা বা কবিতায়,
আমি চুরি করলেই দোষ ধরে সবে তায়!
loading...
তাই তো প্রিয় ভাই।
loading...
অদ্ভুত সুন্দর ছড়া উপহার কবি সৌমিত্র দা। অভিনন্দন।
loading...
শুভেচ্ছা কবি বোন সাজিয়া আফরিন।
loading...
আমি চুরি কর্বো, বড় গলা করে ফের চোর আমি ধর্বো। অগ্রিম সাহস জোগালাম কবি সৌমিত্র চক্রবর্তী। দারুণ।
loading...
অনেক ধন্যবাদ কবি সুমন ভাই। ভালোবাসা।
loading...
কী অসাধারণ ছন্দে লিখেছেন!!!! মনভার থাকলে এমন কাব্যে পাঠের সুখে তা মুছে যায়।
loading...
হাহাহা। হালকা হালকায় উঠে এলে যে!!!! ভালোবাসা ডেজারট ভাই।
loading...
চমৎকার । অসাধারণ । আর কি বলবো …………..এক কথায় দারুণ ।
আপনি ফাটিয়ে দিয়েছেন বস ।
loading...
ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
loading...
শুধু ক্যাচাল ছাড়া আর কী! ফেসবুকের কারণে দেশে যা হবার তো হচ্ছেই। তা আর লিখে শেষ করা যাচ্ছ কি?
loading...
নাতো কবি নিতাই দা। প্রশ্ন হচ্ছে ঐ একটাই লিখে কি আদৌ বিনাশ করা সম্ভব?
loading...
তবু জানি লিখলেই
লোকে করে পেন্নাম
বলে, “দেখ ইনি কবি
দেব দেবী এঁর নাম।”
* শুভ কামনা প্রিয় কবি দাদা….
loading...
ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই।

loading...
লিখতে না পারলেও ছাপা হয় চুরি তে। ফেসবুকের নৈমিত্তিক ঘটনা।
loading...
সত্য বলেছেন কবি বোন শাকিলা তুবা।
loading...
সুন্দর কাব্য কবি দা,
চোরাকে তো ধরা চাই
loading...
শুভেচ্ছা প্রিয় শ্রদ্ধেয়া।
loading...