যা দেবী সর্বভূতেষু… মহিষাসুরমর্দিনী শ্রী শ্রী চণ্ডীস্তোত্রম্ - দশম...

যা দেবী সর্বভূতেষু… মহিষাসুরমর্দিনী
শ্রী শ্রী চণ্ডীস্তোত্রম্ – দশম পর্ব। শ্রী শ্রী মহা-নবমী

সংগ্রহ, সম্পাদনা ও স্তোত্রপাঠ- লক্ষ্মণ ভাণ্ডারী।

আজ শ্রী শ্রী মহা নবমী। আশ্বিনের শারদ প্রাতে আগত মহানবমী। চন্দ্রের নবমী তিথিতে অনুষ্ঠিত হবে মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। শাস্ত্রের বিধান অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর মহানবমী পূজা হবে। নবমী সন্ধিক্ষণেই মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এই আচারের সময় দেবীকে চামুণ্ডা রূপে পূজা করা হয়েছে, অর্থাৎ যিনি চণ্ড ও মুণ্ডের বিনাশিনী। পূজার এই মুহূর্তটি আরও একটি কারণে স্মরণীয়। দেবী দুর্গার আশির্বাদ নিয়ে শ্রীরামচন্দ্র এই মুহূর্তেই রাবণকে বধ করেছিলেন।

নবমীর বিশেষত্ব যদি কিছু থাকে তা হল এই হোম-যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে। নবমীতেই মূলত হোম হয়ে থাকে, ব্যতিক্রমী নিয়মও থাকতে পারে। মূলত আঠাশটা বা একশো আটটা নিখুঁত বেলপাতা লাগে। বালি দিয়ে যজ্ঞের মঞ্চ বানিয়ে বেলকাঠ ঠিকভাবে নিয়মমতো সাজিয়ে পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে ঘি’তে চুবিয়ে বেলপাতাগুলো নিবেদন করা হয়। তারপর সবার শেষে একটি কলা চেলীতে বেধে পান নিয়ে সেটা ঘি’তে চুবিয়ে পূর্ণাহুতি দেওয়া হয়। তারপর তার মধ্যে দই দেওয়া হয় ও দুধ দিয়ে আগুন নেভানো হয়। পূণাহুতির পর পুরোহিত সবার কপালে যজ্ঞ তিলক দেন।
মহা নবমীর পুষ্পাঞ্জলি মন্ত্র

(1) কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে।
ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোহস্তু তে ||

(2) লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে।
মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে ||

(3) কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি।
বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ||

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

* প্রনাম মন্ত্র :- সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে। ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোহস্তু তে ||

যজ্ঞশেষে দেবীর উদ্দেশ্যে ছাগ ও মহিষ বলিদান দেওয়া হয়। বলিশেষে সবাই কপালে রক্ত তিলক ধারণ করে। কোথাও কোথাও এই দিনে চাল কুমড়ো ও ইক্ষু বলিদান হয়।

কিন্তু প্রশ্ন থেকে যায় পশুরক্তে কেন দেবীপূজা। আসুন, প্রচলিত শাস্ত্রবিধির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। মন্দিরে পশুবধ নয়, প্রতিটি গ্রাম, নগর, শহর, যে যেখানে দেবীর মন্দির আছে সেখানেই সর্বত্র আমরা প্রচার করি-

মা ম্রিয়স্ব, মা জহি। শক্যতে চেত্ মৃত্যুম অবলোপয়।
মরো না, মেরো না, যদি পার মৃত্যুকে পৃথিবী থেকে বিলুপ্ত করো।

শ্রী শ্রী দুর্গাত্সব-১৪২৬ শারদীয়া পূজা-সংকলন
শ্রী শ্রী মহা নবমী – দুর্গাপূজার কবিতা- ৫

কবি- লক্ষ্মণ ভাণ্ডারী

মহা নবমীর পূজা বিদিত জগতে,
হোমযজ্ঞ পূজাপাঠ হয় বিধিমতে।
ঢাকীরা বাজায় ঢাক শঙ্খধ্বনি হয়,
পূজার আনন্দে মাতে সবার হৃদয়।

পশুরক্তে দেবীপূজা শাস্ত্রের বিধান,
যূপকাষ্ঠে শত ছাগ হয় বলিদান।
হত্যায় রঞ্জিত হয় দেবীর মন্দির,
পশুবধে জননীর চক্ষে বহে নীর।

শুনহ জীবের জীব আমার কথন,
পশুরক্তে দেবীপূজা না হয় কখন।
ভক্তিঅর্ঘপুষ্প দিয়ে কর দেবীপূজা,
গঙ্গাজলে তুষ্টা হন দেবী দশভূজা।

বলিহীন হোক পূজা কহিলাম সার,
লিখেন লক্ষ্মণকবি কাব্যের মাঝার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-১০-২০১৯ | ১৮:৪৩ |

    ভক্তিঅর্ঘপুষ্প দিয়ে কর দেবীপূজা,
    গঙ্গাজলে তুষ্টা হন দেবী দশভূজা।
    অভিনন্দন কবি মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৭-১০-২০১৯ | ২৩:৫২ |

      শুভ মহা নবমীর শুভেচ্ছা রইল।

      জয়গুরু। আন্তরিক অভিনন্দন।

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ০৭-১০-২০১৯ | ২০:৫৩ |

    অভিনন্দন আর শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৭-১০-২০১৯ | ২৩:৫৪ |

      শুভ মহা নবমীর শুভেচ্ছা রইল। জয়গুরু। আন্তরিক অভিনন্দন।

      GD Star Rating
      loading...
  3. নিতাই বাবু : ০৭-১০-২০১৯ | ২৩:৪৪ |

    মহা নবমীর শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি দাদা।      

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৭-১০-২০১৯ | ২৩:৫৫ |

      শুভ মহা নবমীর শুভেচ্ছা রইল। জয়গুরু। আন্তরিক অভিনন্দন।

      GD Star Rating
      loading...
  4. সাজিয়া আফরিন : ০৮-১০-২০১৯ | ২০:১০ |

    শুভ বিজয়া কবি দা। Smile

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ০৮-১০-২০১৯ | ২০:৪৯ |

    দেরিতে হলেও মহা নবমীর শুভেচ্ছা জানালাম কবি। Smile

    GD Star Rating
    loading...
  6. আবু সাঈদ আহমেদ : ০৮-১০-২০১৯ | ২১:১৪ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...