গাঁয়ের টান মাটির গান গীতিকবিতা-১০

গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-১০

ওই যে দূরে অজয়পারে
ছোট আমাদের গাঁয়ে,
দুধারে তার মাটির ঘর
সবুজ গাছের ছায়ে।

আমার বাড়ি বেড়ার ধারে
তাল পুকুরের ঘাট,
গ্রাম সীমানা ছাড়িয়ে পাবে
কাঁকন তলার মাঠ।

ফকির ডাঙা সামনে দিয়ে
রাঙাপথ গেছে বেঁকে।
কলসী কাঁখে গাঁয়ের বধূ
জল আনে নদী থেকে।

অজয় নদী ঘাটের কাছে
নৌকাখানি বাঁধা আছে।
নদীর তীরে শালিক পাখি
বাঁধে বাসা বটগাছে।

সাঁঝের বেলা আঁধার নামে
আমাদের ছোট গাঁয়,
মাটির ঘরে আলোক ঝরে
ফুট ফুটে জোছনায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৯-২০১৯ | ১১:৩৬ |

    গাঁয়ের টান মাটির গানের গীতিকবিতা প্রাণঢালা শুভেচ্ছা জানালাম কবি মি. ভাণ্ডারী। Smile

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৩-০৯-২০১৯ | ১৬:৫৭ |

      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।

      এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে। ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক।
      অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

      GD Star Rating
      loading...
  2. নিতাই বাবু : ০৩-০৯-২০১৯ | ১১:৪৮ |

    ফকির ডাঙা সামনে দিয়ে
    রাঙাপথ গেছে বেঁকে।
    কলসী কাঁখে গাঁয়ের বধূ
    জল আনে নদী থেকে।

    এখন আর ঐসব দেখা যায় না। আমরা এখন আধুনিক ডিজিটাল হয়ে গেছি।

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ০৩-০৯-২০১৯ | ১১:৫২ |

      ক্যাপচা সমস্যা হচ্ছে। মন্তব্য স্থান থেকে দ্রুত ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক। না হয় অনেকের পোস্টে  অনেকেই মন্তব্য করতে পারবে না বলে মনে হয়।     

      GD Star Rating
      loading...
      • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৩-০৯-২০১৯ | ১৬:৫৫ |

        সহমত। আগেই ঠিক ছিল। এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে।
        অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।
        সাথে থাকুন, পাশে রাখুন।
        জয়গুরু!

        GD Star Rating
        loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৩-০৯-২০১৯ | ১৭:০২ |

      সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
      আগামী দিনে নতুন কাব্য – শরত্ আগমনী কাব্য  পর্বে পর্বে প্রকাশ করার ইচ্ছে আছে।
      সহযোগিতা কাম্য। জয়গুরু।

      GD Star Rating
      loading...
  3. সাজিয়া আফরিন : ০৩-০৯-২০১৯ | ১১:৫৭ |

    সরল সুন্দর পদ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৩-০৯-২০১৯ | ১৭:১৬ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

      এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে। ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক।
      অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।

      সকলের সহযোগিতা কাম্য। সকলেই এগিয়ে আসুন।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

      GD Star Rating
      loading...
  4. সুমন আহমেদ : ০৩-০৯-২০১৯ | ১২:৫২ |

    কবিতাটি পড়লাম কবি দা। Smile

    GD Star Rating
    loading...
    • লক্ষ্মণ ভাণ্ডারী : ০৩-০৯-২০১৯ | ১৭:১৭ |

      আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই কবিবর।

      এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে। ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক।
      অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।

      সকলের সহযোগিতা কাম্য। সকলেই এগিয়ে আসুন।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

      GD Star Rating
      loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ০৩-০৯-২০১৯ | ২২:১৯ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...