আমি সাদা, তুই যে কাল, তুই মন্দ, আমি ভাল।
আমি পাব হাজার ডলার, তোর কপালে ফুটোকড়ি,
তুই থাকবি ভাঙ্গা ঘরে, মোর প্রাসাদ উঠবে গগনফুড়ি।
আমি পাবো জ্ঞানের আলো, ছুটবো চন্দ্র সূর্যপাণে,
তাতে তোর কি আসে যায়? মজে থাক্ সস্তা দারুপানে।
আমার আছে মানবাধিকার, জানি আমি হিউম্যান রাইট,
তুই ব্যাটা বড়ই টাউট, দিতে হবে আচছা টাইট।
ছুঁসনে আমায়, জাত যাবে মোর,
তোর ঠিক নেই, তুই ব্যাটা চোর।
তোর দেশেতে বন্যা-খরা, শীঘ্র নেমে আসবে জরা,
আমার স্বদেশ ফুলে ভরা, জোছনা রাতে গুনবো তারা।
আমি খাব হাজারটা ডিশ, বিফ-মাটন- বার্গার-ফিশ,
তুই শুয়ে থাক্ খালিপেটে, কেন মিছে দুঃখ করিস?
আমার গায়ে নীলরক্ত, তাইতো সবাই মোর ভক্ত,
তুই বেচবি তোর শোণিত, সারবে রুগি, বিমার শক্ত।
যদি না চলিস মোর কথাতে, তোর দেশ ভরাবো রক্তপাতে।
ছুড়বো আমি ক্রুজ মিসাইল, আমিই শনি, আমি আজরাইল।
শুনে আমার হম্বিতম্বি, ধুলায় লুটায় তোর পৃথিবী।
আমিই নেতা, স্বাধীন-চেতা,
তোকে দিলাম চক্ষু মেলে, স্বপ্ন দেখার বিশালতা।
তুই পাবিরে ভিক্ষা অনেক,
আমায় দাদা ডাকতে যে শেখ্।
কোনোমতে তোর বেঁচে থাকা,
চলনা ওড়াই শেতপতাকা।
এসব মেনে চল তবে ভাই,
সুখ-শান্তির পায়রা ওড়াই।
গড়বো সোনার বিশ্ব মোরা,
আয় ছুটে আয় সবাই তোরা।
loading...
loading...
গড়বো সোনার বিশ্ব মোরা, আয় ছুটে আয় সবাই তোরা। প্রগতির কবিতা দিদি ভাই।
loading...
ধন্যবাদ।
loading...
শিরোনাম দেখে ভেবেছিলাম দ্রোহের কবিতা হবে। যাক এখানে শান্তির কথা আছে।
loading...
loading...
পৃথিবীতে শান্তি থাক অবিরাম। মানুষ সুখি হোক আপা। কবিতায় অভিনন্দন।
loading...
কভার এ্যাণ্ড কন্টেন্ট ফ্যান্টাসটিক। শুভেচ্ছা আপা।
loading...
লিখাটায় দুই ধরণের আমেজ আছে। একটি হচ্ছে সমকাল আরেকটি হচ্ছে প্রত্যাশা।
loading...
loading...
সুন্দর হয়েছে আপা।
loading...
এদেশের দুর্নীতিপরায়ণ নেতারা যাতে ভিক্ষা করে খায়, এই কামনাই করি।
loading...
শেষমেষ সবকিছু অধরাই থেকে যায়।
loading...
কোনোমতে তোর বেঁচে থাকা,
চলনা ওড়াই শেতপতাকা।
এসব মেনে চল তবে ভাই,
সুখ-শান্তির পায়রা ওড়াই।
গড়বো সোনার বিশ্ব মোরা,
আয় ছুটে আয় সবাই তোরা। সুন্দর ভাষা শৈলী।
loading...