নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে লেখা)

=চাঁদালোর ঘোর=
তাকিয়ো না আসমানে আজ, পুড়ে যাবে চোখ
মায়াবী আলোয় ইচ্ছে কেবল পথে পথে হাঁটি
ইট সুড়কির পথ, চলতেই যেনো বুক ধুকপুক,
এখানে নেই শিশির ভেজা দূর্বাঘাসের মাটি।
যদি সঙ্গে থাকো তুমি,ভয় কাটিয়ে নামবো পথে
নিঝুম হউক রাত্রি, ঘুমাক নিস্তব্দ শহর
সুখের দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ব আলোর রথে,
নিয়ন আলোর উপরে জ্বলুক রূপার আলোর লহর।
আচ্ছা এমন ইচ্ছে কী পারি না পুষতে মনে
গ্রীড বিপর্যয় ঘটুক শহরজুড়ে আজ
আমরা কেঁপে উঠবো মুহুর্মূহু সুখালোর শিহরণে,
ভাবনায় আনো নিমেষে চাঁদালোর মুহুর্ত, শুনছো রাজ!
পিচ রাস্তার পথ ধরে,ঘুরে বেড়াবো শহরময়
আহা ঘাসে লতা পাতায় কেবল চাঁদালোর ছোঁয়া
উড়ে যাবে মন হতে ক্লান্তি ভ্রান্তি,ক্ষণ হবে আমাদের মোহময়…
যাক না একটি রাত,মুগ্ধতার তরে খোঁয়া।
রাত যখন পাবে পূর্বাশার আলো,খুব হবে ভোর
আসব ফিরে হেঁটে হেঁটে গল্পের হাত ধরে নীড়ে
থাকবে লেগে চোখে স্মৃতির ঘোর,
কেটে যাবে আঁধার দিনের আলোয় ধীরে।
November 3, 2018

=আকাশ দেখা হয় না সহসা=
কাক ডাকা ভোর কখন যেনো এসে চলে যায়
পূর্বাশার আলো আর চোখে পড়ে না,
আকাশের সোনালী আলো আসে না জানলায়,
ইটের দেয়ালে বন্দি মানুষ;
আকাশ দেখা সহসা হয়ে উঠে না!

ব্যস্ততার কাঁধে বসে যখনই হন্তদন্ত ছুটে আসি অফিস পাড়ায়
আকাশ ব্যস্ত তখন সূর্যকে টেনে উপরে উঠানোয়!
উফ্ জ্বালা ধরা রোদ্দুর ঠেলে হাঁটি ইট সুড়কির পথ ধরে;
আকাশকে ভুলে গিয়ে খুঁজি কেবল গন্তব্য!

হয় না আর আকাশ দেখা,আবারো ব্যস্ততার বেড়াজালে বন্দি
আকাশ সূর্যকে ভালোবেসে বিদায় জানায় গোধূলিক্ষণে,
হুড়মুড় করে ছুটে যাই নীড়ে ফেরার পথে,
ঠিক তখনি আমি আকাশ দেখি,
ক্লান্তিগুলো কখন উড়ে যায়,কে রাখে আর তার খোঁজ!

বড্ড ভালো লাগায় সময় ভরে যায় আমার
দৃষ্টি রাখি বাহিরের দুনিয়ায়,যন্ত্র দানব ছুটছে
ছুটছে মানুষ,তড়িঘড়ি করে সূর্যটাও ছুটছে
অন্য দেশের নিমন্ত্রনে,অন্য দেশে আলো ছড়াবে বলে।

আর আমরা বিনিময়ে পাই সন্ধ্যা, তারপর
জোছনা ঝরা মোহনীয় রাত,রাতের বুকে শুয়ে
বেঘোর ঘুমে স্বপ্ন দেখি সুখের,শান্তির,
এইতো জীবন,রঙ বদলানো-যেনো আকাশের মত।
(স্যামসাং এস নাইন প্লাস)
November 7, 2018

=মাফ করো প্রভু গুনাহ্ আমার=
রঙধনু সাত রঙ আকাশে মেঘেদের মেলা
রোদ্দুর ভাসায় নীল জলে তার খেয়ালি ভেলা,
পুড়ে যাওয়া দেহ নিয়ে বসে পড়ি গাছের ছায়ায়
নীল সামিয়ানা টানানো আকাশ, টানে না কাছে তার মায়ায়।
ঝকঝকে আলোয় রোদ্দুর হেসে খেলে দিন করে পার
তাপের ভারে ফেটে যায় থার্মোমিটার, সাহস আর হয় না
দেহের তাপ মাপার।
বিতৃষ্ণার আলিঙ্গনে পড়েছি আটকা এবেলা, বড্ড হাঁসফাঁস ক্ষণ
প্রকৃতির বিরূপ চাহনি, সূর্যের তীব্র ভ্রুকুটি-ভাল নয় এ লক্ষণ!
ক্ষমা করে দাও প্রভু তোমার এ বান্দার গুনাহ
বৃষ্টি ঝরিয়ে দাও শান্তি,
চাইছি কেবল তোমার পানাহ।
July 21, 2018

স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তোলা ছবিগুলো

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ২টি) | ৭ জন মন্তব্যকারী

  1. সুমন আহমেদ : ২২-০৮-২০১৯ | ১৫:০০ |

    s9+ এর ফটোগ্রাফি আর কবিতার আবেশ পোস্টকে প্রাণময় করে তুলেছে। Smile https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২২-০৮-২০১৯ | ১৫:২১ |

    খবর নাই তো নাইই। যখন খবর হয় তখন একসঙ্গে ৩ টি কবিতা। অসাধারণ ছবি রাণী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ২২-০৮-২০১৯ | ১৫:৩২ |

      কথা ঠিক খবর নাই তো নাই-ই।

      কেনো যে আসি না নিজেই জানি না Frown

       

      সরি ফর দেট

      অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

      GD Star Rating
      loading...
  3. সাজিয়া আফরিন : ২২-০৮-২০১৯ | ২০:২৪ |

    যদি সঙ্গে থাকো তুমি, ভয় কাটিয়ে নামবো পথে
    নিঝুম হউক রাত্রি, ঘুমাক নিস্তব্ধ শহর
    সুখের দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ব আলোর রথে,
    নিয়ন আলোর উপরে জ্বলুক রূপার আলোর লহর।

    চমৎকার ক'টি কবিতা আপা। ছবি আর কবিতার জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। Smile

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ২২-০৮-২০১৯ | ২০:২৫ |

    অসাধারণ সুন্দরের মনন প্রজ্ঞায় রচিত কবিতা গুলো পড়লাম এই মেঘ এই রোদ্দুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২২-০৮-২০১৯ | ২১:০৭ |

    ঠিক তখনি আমি আকাশ দেখি,
    ক্লান্তিগুলো কখন উড়ে যায়,কে রাখে আর তার খোঁজ! এবং সুন্দর ফোনগ্রাফি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  6. আবু সাঈদ আহমেদ : ২২-০৮-২০১৯ | ২১:০৮ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  7. শাকিলা তুবা : ২২-০৮-২০১৯ | ২২:৩৬ |

    নীল আকাশের প্রান্ত। অসাধারণ। Smile

    GD Star Rating
    loading...