স্বাধীন ভারত গীতি-কবিতা-৩
-লক্ষ্মণ ভাণ্ডারী
ভারত আমার নয় পরাধীন হয়েছে সে স্বাধীন,
ভারতসূর্য উদিত আকাশে হবে না কভু লীন।
স্বাধীন ভারতবর্ষ আমার উড়িছে বিজয় পতাকা,
ত্রিবর্ণ পতাকা মাঝখানে যার অশোকচক্র আঁকা।
কাশ্মীর থেকে কন্যা কুমারিকা আসমুদ্র হিমাচল,
ভারত সেনানীরা বীর বিক্রমে দেখায়েছে বাহুবল।
দেশের জনগণ স্বাধীন আজিকে নয় তো পরাধীন,
স্বাধীন ভারতবর্ষ আমার হয়ে রবে স্বাধীন চিরদিন।
চেয়ে দেখো ঐ হাসে খলখল শত্রুরা সীমানায়,
স্বাধীন ভারত গর্জে ওঠুক স্বাধীনতা হীনতায়।
ভারত আমার ভারতবর্ষ, জেগে উঠুক পুনর্বার,
হয়েছে সময় দেরী নয়, সৈনিক ধর হাতিয়ার।
ভারত আমার, ভারতবর্ষ এদেশ আমার স্বর্গ-ধাম,
ভারতজননী সবার জননী স্বদেশজননী লহ প্রণাম।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভারত আমার ভারতবর্ষ, জেগে উঠুক পুনর্বার,
হয়েছে সময় দেরী নয়, সৈনিক ধর হাতিয়ার।
কার বিরুদ্ধে কবি !! বহির্শত্রু নাকি নিজেদের দিকে !! ইতিমধ্যে শুরু তো হয়েছে।
loading...
ভারতবর্ষ হোক স্বর্গ-ধাম ক্ষতি নেই। আমরা খুশি। ভারত যেন কারু বা কোন জাতি সত্ত্বার ক্ষতির কারণ না হয় সেটা সাধারণ মানুষদের মাথায়ও রাখতে হবে।
loading...
শুভেচ্ছা জানবেন কবি।
loading...
স্বাধীন ভারত স্বাধীন থাকুক। মানতাবতা এবং সাম্যের জয় অব্যহত থাকুক।
loading...
স্বাধীনতা থাকুক স্বাধীন ভারতের সকল ধর্মের মানুষের মাঝে
loading...
loading...
শুভেচ্ছা।
loading...
শুভকামনা।
loading...