শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো
দেশে ডেঙ্গুর পরিস্থিতি পর্যালোচনা করে একে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডেঙ্গুর এই অনিয়ন্ত্রিত পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটিকে পুরোপুরি মহামারী বলা না হলেও এর দ্বারপ্রান্তে অবস্থান করছে।
ডেঙ্গু জ্বর বর্তমানে একটি আতঙ্কের নাম। ডেঙ্গু জ্বরে বড়দের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে। আসুন জেনে যেসব লক্ষণে বুঝবেন শিশুদের ডেঙ্গু জ্বর।
১. জ্বরের মাত্রা ১০২ ও ১০৩ বা এর থেকেও বেশি থাকতে পারে। এভাবে জ্বরটা তিন থেকে পাঁচ দিন থাকে।
২. মাথাব্যথা, চোখব্যথা, বমি, পেটে ব্যথা সঙ্গে পাতলা পায়খানা থাকতে পারে।
৩. শরীরে দানা দানা র্যাশের মতো দেখা দিতে পারে। এ সময় শিশু একেবারে নিস্তেজ হয়ে যায়।
৪. পালস খুব কম, পানি শূন্যতা ও অনেক শিশুদের শ্বাসকষ্ট হতে পারে।
৫. প্লেটিলেট খুবই কম। অনেক সময় দেখা যায় তিন লাখ থেকে চল্লিশ হাজারে নেমে যায়।
ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস রোগ। এই ভাইরাস যদি একবার হয়, সে ভাইরাস দিয়ে পরে হওয়ার আশঙ্কা থাকে না। দ্বিতীয়বার যে ডেঙ্গু আক্রান্ত হয় তখন অনেক বেশি ঝুঁকি পূর্ণ হয়ে যায়।
loading...
loading...
'বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটিকে পুরোপুরি মহামারী বলা না হলেও এর দ্বারপ্রান্তে অবস্থান করছে।' মহামারি না বললেও রাজধানী সহ সারা দেশের অবস্থা মারাত্মক ঝুকিঁপূর্ণ। জরুরী ভাবে এর মোকাবেলা করতে হবে বর্তমান সরকারকেই। স্বাস্থ্য পরিসেবা নিশ্চিত করতে হবে। সাধারণত মানুষ পায় না, কিন্তু দিতে হবে। অধিকার।
loading...
অত্যন্ত যুগোপযোগী পোষ্ট। ধন্যবাদ বোন।
loading...
প্রয়োজনীয় পোস্ট। ধন্যবাদ ।
loading...
আমাদের সচেতনতা বাড়াতে হবে সুরাইয়া নাজনীন। এভাবেই বাড়ুক।
loading...
ভালো পরামর্শ বোন সুরাইয়া নাজনীন।
loading...
শিশুকে ডেঙ্গু জ্বর মুক্ত রাখতে হবে।
loading...